পঞ্চগড়ে বর্ষার সকাল এবার যেন নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ভ্যাপসা গরমের মাঝেও সকালবেলা দেখা মিলছে শীতকালের মতো কুয়াশার। এমন দৃশ্য দেখে বিস্মিত স্থানীয়রা। অনেকেই বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত দেখা মিলে এই কুয়াশার। এর পর বেলা বাড়ার সঙ্গে কেটে যায় কুয়াশা।
স্থানীয়রা বলছেন, বর্ষাকালে এমন কুয়াশা এর আগে দেখেনি কেউ। মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাত থেকে হঠাৎ কুয়াশা নামতে শুরু করে জেলাজুড়ে। এলাকাবাসী বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গরম। গরমের কারণে থাকা কঠিন হয়ে গেছে। এর মাঝে আজ সকালে হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে চারপাশ। অবস্থা দেখে মনে হয়েছে শীতকাল চলে এসেছে। তবে কুয়াশা নামলেও আবহাওয়া গরম ছিল।
রিকশাচালক রকিবুল বলেন, প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হই। তবে আজকের আবহাওয়া ভিন্ন রকম দেখেছি। গরমের মাঝে হঠাৎ কুয়াশায় ঢেকে ছিল চারপাশ। গাড়ির লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে হয়েছে। গরমের মাঝে এক ভিন্ন আবহাওয়া ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা।
এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু অতিরিক্ত সক্রিয় হওয়ায় এবং বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় কুয়াশা দেখা দিয়েছে। এসময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ বুধবার সকাল ৬টায় ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকবে। ভ্যাপসা গরম থাকলেও বৃষ্টি নামবে। বিশেষ করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ভারি আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
আমার বার্তা/এল/এমই