সিরিয়ালে অভিনয় করতে আসিনি: শুভশ্রী
ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে টলিউডের প্রযোজকদের আস্থার আরেক নাম এই নায়িকা। শুধু বড় পর্দা নয়, ওটিটিতেও নিজের দাপট ধরে রেখেছেন রাজ ঘরণী। এই বছরও তার ঝুলিতে রয়েছে 'গৃহপ্রবেশ', 'ধূমকেতু'র মতো ব্লকবাস্টার ছবি।
তবে এই অবস্থানে পৌঁছানোর পথটা সহজ ছিল