বিরাট কোহলির ‘৮৪ তম’ সেঞ্চুরি
জানসেনের অফস্টাম্পের ওপর সামান্য লেন্থের বল আলতো ব্যাটে লং অনের দিকে ঠেলে দিয়েই দৌড়। ততক্ষণে গ্যালারিজুড়ে কেবল একটাই শব্দ ভেসে আসছিল—কোহলি, কোহলি। অলিম্পিয়ানের মতো লাফিয়ে ওঠে সেঞ্চুরি উদযাপন করলেন কোহলি। হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বাইশগজের রাজা। প্রথম ওয়ানডেতে