শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট
বিপিএলে অবিশ্বাস্য এক জয়! আজ এলিমেনেটরে চরম নাটকীয়তা ছড়ানো লড়াইয়ে শেষ হাসি সিলেটের। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন ক্রিস ওকস। এই হারে বিপিএল থেকে বিদায় নিল রংপুর রাইডার্স।
মিরপুরের শেরেবাংলায় আজ ৩ উইকেটের জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল সিলেট টাইটানস।