কিংবদন্তি গীতিকার বার্ট ব্যাকারাক আর নেই
পপসংগীতের অন্যতম সুরকার বার্ট ব্যাকারাক ৯৪ বছর বয়সে মারা গেছেন। সুরকারের পাশাপাশি গীতিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। বুধবার লসঅ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মৃত্যু হয়েছে এ গীতিকারের। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিনিধি।