ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে। পাঁচটি ছবি পোস্ট করে তারা এই সুখবর দিয়েছেন। তাদের এ ঘোষণায় ইন্টারনেটে তোলপাড় শুরু হয়েছে।
মাত্র ১৩ ঘণ্টার মধ্যে বাগদানের খবরের এই পোস্টে ২৬ মিলিয়নেরও বেশি রিঅ্যাকশন আসে। নেটিজেনদের দাবি, এটি ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে— যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তা প্রমাণিত হয়নি।
ক্যাপশনে তারা লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’
ভক্তদেরও যেমন উচ্ছ্বাস, পাশাপাশি টেক জায়ান্ট কোম্পানি গুগলও এই শিল্পীর সম্মানে আয়োজন করেছে কনফেটি অ্যানিমেশনের। মূলত, গুগলে “Taylor Swift” লিখে সার্চ দিলে পেজে ভেসে উঠছে সেই কনফেটি। আর সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে টেলরের সেই বাগদানের পোস্টের ইনস্টাগ্রাম লিংকে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কেলসে একজন অসাধারণ মানুষ।”
দুই তারকার সম্পর্কের সূচনা ঘটে ২০২৩ সালে। কেলসের “নিউ হাইটস” পডকাস্টে টেলরের নাম উল্লেখ হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। জুলাইয়ে কেলসে টেলরের এরাস ট্যুর কনসার্টে উপস্থিত হন এবং ব্যাকস্টেজে দেখা করার চেষ্টা করেন, তবে প্রথমবার সফল হননি।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ট্র্যাভিস কেলসের সঙ্গে টেলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের কথা স্বীকার করেন সুইফট নিজেই।
ভক্তরা আছেন এখন সুইফটের নতুন অ্যালবামের অপেক্ষায়। চলতি মাসের শুরুর দিকে ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দেন সুইফট।
সূত্র: এনডিটিভি
আমার বার্তা/এল/এমই