ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু
ইন্টেল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর আর নেই। গতকাল শুক্রবার ৯৪ বছর বয়সে মারা যান তিনি। কম্পিউটার প্রজন্মের উন্নয়নের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। ইন্টেল ও গর্ডন মুরের পারিবারিক দাতব্য সংস্থা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।