এই পেশায় হাঁটার ভঙ্গি থেকে চেহারা, সবকিছু নিয়েই মন্তব্য আসে: মালবিকা
এত দিন দর্শক তাকে দেখেছেন গভীর, সংযত আর গুরুগম্ভীর চরিত্রে। সেই পরিচিত ছক এবার ভেঙে ফেললেন অভিনেত্রী মালবিকা মোহানন। নতুন ছবি ‘দ্য রাজাসাব’-এ তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। হরর-কমেডি ঘরানার এই বাণিজ্যিক ছবিতে তার চরিত্র, অভিনয়ের ধরন—সবকিছুই আগের