কারিশমার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন রাভিনা
বলিউড তারকা কারিশমা কাপুর ও রাভিনা ট্যান্ডন। ৯০-এর দশকে কারিশমার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন রাভিনা। ইউটিউব চ্যানেল লেহরেন রেট্রোকে দেওয়া সাক্ষাতকারে রাভিনা বলেন, ‘আমি সবসময়ই সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী কারণ তাতেই আপনার মধ্যে থেকে সেরা জিনিসটা বেরিয়ে আসে।