মাগরিবের পর সুরা ওয়াকিয়া পাঠের ফজিলত
পবিত্র কোরআনের ৫৬তম সুরা ওয়াকিয়া। এ সুরার আয়াত সংখ্যা ৯৬ ও রুকু সংখ্যা ৩। এ সুরা মক্কায় অবতীর্ণ হয়। ওয়াকিয়া অর্থ নিশ্চিত ঘটনা। পবিত্র কোরআনের তাফসির বিশারদরা বলেন, ওয়াকিয়া দ্বারা কেয়ামত বুঝানো হয়েছে।
এ সুরা প্রত্যেক রাতে তেলাওয়াত করলে কেউ না