চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখবেন?
চুলে লালচে-বাদামি আভা এনে দেয় মেহেদি। চুল সুন্দর ও কোমল রাখতে অনেকেই মেহেদি ব্যবহার করে থাকেন। কেউ কেউ চুল প্রাকৃতিকভাবে রং করতেও চুলে মেহেদি লাগান। তবে চুলে মেহেদি লাগিয়ে কতক্ষণ রাখা উচিত, তা নিয়ে দ্বন্দ্বে পড়েন অনেকেই।