এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট
শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু ট্র্যাডিশনাল সাজতেই ভাল লাগে! ঠিক তখনই কাজে লাগে উলের কুর্তা সেট- যেগুলো একসঙ্গে দেয় উষ্ণতা, স্টাইল আর আরাম। ঠিকঠাক ফেস্টিভ লুক পেতে চাইলে এটাই সেরা