ই-পেপার বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

চট্টগ্রামে পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী থাকবে না: সিএমপি কমিশনার

আমার বার্তা অনলাইন:
১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩

চট্টগ্রাম নগরীতে পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী বা সন্ত্রাসী গ্রুপের অস্তিত্ব বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। তিনি বলেন, নগরীতে তথাকথিত বিভিন্ন ‘বাহিনী’ নির্মূলে প্রয়োজনে চরম পদক্ষেপ নিতেও পুলিশ পিছপা হবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে প্রেস ক্লাব আয়োজিত সিএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার জানান, নির্বাচনকে সামনে রেখে নগরীতে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে এবং এই অভিযান তিন থেকে চার মাস আগেই শুরু করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকিগুলো বর্তমানে দৃশ্যমান হয়ে উঠেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এসব ঝুঁকির প্রকাশ ঘটছে। এসব সহিংস পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে আসন্ন নির্বাচন ব্যাহত করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া। এই অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, একটি রাষ্ট্র মূলত নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ— এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে গণমাধ্যমকেও রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রের এসব অঙ্গ যদি ভারসাম্যহীনভাবে একই রাজনৈতিক অ্যালাইনমেন্টে চলে যায়, তাহলে রাষ্ট্রব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় নেমে আসে। বিগত ১৭ বছরে প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ ও গণমাধ্যমের একমুখী রাজনৈতিক অবস্থানের কারণে রাষ্ট্রব্যবস্থায় ফ্যাসিবাদী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের অগ্রগতি সম্পর্কে সিএমপি কমিশনার জানান, এখন পর্যন্ত লুণ্ঠিত অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। অবশিষ্ট ২০ শতাংশ অস্ত্র পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে চলে গেছে বলে তথ্য রয়েছে। তবে নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। তিনি পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে বিদ্যমান ভীতির পরিবেশ দূর করার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, জনগণ তথ্য দিলে পুলিশ দ্রুত অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিতে পারে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন, ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ। চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান মো. শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং রফিকুল ইসলাম সেলিম।

এছাড়া সভায় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল হাসনাত, কার্যকরী সদস্য আরিচ আহমেদ শাহ, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন

কৃষি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর চাপা দিয়ে কৃষককে হত্যা

রাজশাহীর মোহনপুরে কৃষি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়ের আলী (২৫) নামে এক কৃষককে এক্সকাভেটরে

নীলফামারীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮

কুড়িগ্রামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা , মুসল্লিদের ঢল

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড় সংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে স্পেশাল ট্রেন চায় বিএনপি

জনগণের বাস্তব চাহিদাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপান্তর করতে হবে: মান্না

জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এক সময় জয়িতার পোশাক, হস্ত ও কারুশিল্প বিশ্বের কাছে পৌঁছে যাবে

ফয়সালকে সীমান্তপারে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজন ৩ দিনের রিমান্ডে

বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন তারেক রহমান, যাবেন এভার কেয়ারে

নিরাপত্তার ঘেরাটোপে মানুষের স্বাভাবিক চলাচল যেন ব্যাহত না হয়

জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত

অবশেষে ২৭তম বিসিএস থেকে বঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ

চট্টগ্রামে পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী থাকবে না: সিএমপি কমিশনার

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

কৃষি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর চাপা দিয়ে কৃষককে হত্যা

হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন এনসিপি নেত্রী জান্নাত: পুলিশ

সন্ত্রাসীদের জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ আইন উপদেষ্টার

শীতকালে বিভিন্নভাবে বেড়ে যায় ইবাদতের সুযোগ

ক্রমেই জনপ্রিয় হচ্ছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো

নীলফামারীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা , মুসল্লিদের ঢল

বিবিএসের জরিপ: বর্তমানে দেশের ৮১ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করেন

দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার