ই-পেপার বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আমার বার্তা অনলাইন:
২৩ জুলাই ২০২৫, ১৮:৫২
আপডেট  : ২৩ জুলাই ২০২৫, ১৮:৫৩

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার স্থগিত হওয়া কয়েকটি বিষয়ে পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট।

বুধবার (২৩ জুলাই) বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় পুনঃনির্ধারিত এ পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দুই শিফটে নেওয়া হবে।

১২ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে কুমিল্লা বোর্ডের স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা।

১৪ আগস্ট সকালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য ভূগোল (তত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা এবং বিকেলেও গোপালগঞ্জ জেলার উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী পরীক্ষাটি হবে ১৭ আগস্ট। ওইদিন সকালে সব শিক্ষা বোর্ডের রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা।

সবশেষে ১৯ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে সব শিক্ষা বোর্ডের অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। তবে প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ওই দিন সকাল ৯টার মধ্যে বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন।

এছাড়া, অন্যান্য সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

এর আগে, গত ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর গত ১৭ জুলাই সহিংস পরিস্থিতির কারণে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার ৩ বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার কারণে ২১ জুলাই ও ২৪ জুলাইয়ের সারা দেশের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়।

আমার বার্তা/এমই

একদিনে দুই পরীক্ষায় বেশি বিপাকে পড়বেন মানবিকের শিক্ষার্থীরা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চলমান এইচএসসি ও সমমানের দুইদিনের (২২

ঢাবি অধ্যাপক আহসান হাবীব জাতিসংঘের বৈজ্ঞানিক প্যানেলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব জাতিসংঘের “ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস

এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে হবে

এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেওয়া হবে। ২২ জুলাইয়ের

অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবি

অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করাসহ ৫ দফা দাবি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

দেশের ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে: আমীর খসরু

সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

বিমান বিধ্বস্তে ছেলেকে অক্ষত পাওয়া গেলেও তিন দিনেও খোঁজ মেলেনি মায়ের

কসবায় রাস্তায় বেড়া দিয়ে চলাচলে বাধা; স্কুলে যেতে পারছে না শিশুরা

রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা আরও বাড়ে: মির্জা ফখরুল

বিশেষজ্ঞদের মতে কয়েকটি স্থানে ফোন রাখার ক্ষেত্রে সতর্ক হতে হবে

নির্বাচন ছাড়া দেশের সামনে আর কোনো পথ খোলা নেই: জাহেদ উর রহমান

ছয় বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

এক বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

জবিতে গবেষণা বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জবিতে ‘রিসার্চ ডিজাইন, টুলস অ্যান্ড টেকনিকস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডিআইইউতে ফুটবল খেলা ঘিরে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

‌অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারি কোনোটায় চলবে না: আমীর খসরু

জনগণকে আমরা গণনার বাইরে ফেলে দিয়েছি: হোসেন জিল্লুর

আশা করছি যুক্তরাষ্ট্রের শুল্ক কিছুটা কমে আসবে: অর্থ উপদেষ্টা

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাচঁটি ড্রেজার মেশিন জব্দ

নির্বাচন কমিশনের স্বাধীনতা শুধু সংবিধানে উল্লেখ থাকাই যথেষ্ট নয়

সিইসিসহ নির্বাচন কমিশনারদের নিয়োগে থাকবে বাছাই কমিটি