ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২২ জুলাই) বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (২৩ জুলাই) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটেলিয়নের রণঘাট ক্যাম্পের সদস্যদের হাতে আটক হন দুই বাংলাদেশি। পরে বিএসএফ আটক দুইজনের বিষয়টি বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের মাটিলা বিওপিকে জানায়। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে মাটিলা বিওপি ও রণঘাট বিএসএফ ক্যাম্পের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
একই দিন সকাল ১০টায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা নারী, শিশুসহ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকের বিষয়টি বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপি কমান্ডারকে জানানো হয়। পরে বিকেল ৪টার দিকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
পৃথক ঘটনায় বিএসএফের হাতে আটক ৬ বাংলাদেশি নাগরিককে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ছয় বাংলাদেশি নাগরিকের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই