সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যে কারণে ব্যবসায়ীরা ১৩ শতাংশ ইন্টারেস্ট রেট দিয়ে ব্যবসা চালানো কষ্টকর হয়ে পড়ছে। দিন দিন ব্যবসা মন্দা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপি ক্ষমতায় গেলে রোডম্যাপ অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা হবে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, ব্যাংকগুলো লুটেরা ধ্বংস করে দিয়েছে। একেকজন পাঁচটা-সাতটা ব্যাংকের মালিক হয়ে বসে আছেন। ব্যবসায়ীরা ঋণ সুবিধা পাওয়ার যোগ্য থাকলেও তাদের দেয়া হচ্ছে না।
সম্মেলনে কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই