জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘রিসার্চ ডিজাইন, টুলস অ্যান্ড টেকনিকস’ শীর্ষক চারদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, সমাজবিজ্ঞান বিভাগের তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রেক্ষাপটে প্রয়োগের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা কিংবা প্রশাসনিক ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য এমন ওয়ার্কশপ শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় শিক্ষার্থীদের এমন কিছু গুণাবলি অর্জন করতে হবে, যা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে সৎ, নৈতিক এবং প্রতিশ্রুতিশীল করে তুলবে।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কর্মশালার আয়োজক কমিটির আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামলী শীল।
উল্লেখ্য গত ২০ জুলাই শুরু হওয়া এই চারদিন ব্যাপী কর্মশালায় একেক দিন একেক বিষয়ের উপর আলোচনা করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।কর্মশালার প্রথমদিনে ডাটা কালেকশন টুলস (কোবো টুলবক্স), দ্বিতীয়দিনে কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস (এনভিভো), তৃতীয়দিনে অ্যাকাডেমিক রেফারেন্সিং টেকনিক্স ও সমাপনীদিনে কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন বিষয়ে আলোচনা করা হয়।
আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/এমই