মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক মো. হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব) বলেছেন- “সারা দেশে মাদ্রাসা শিক্ষা উন্নয়নে কাজ করতে- সংশ্লিষ্ট সকলের নিয়মতান্ত্রিক সহযোগিতা কামনা করছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতি শিক্ষ প্রতিষ্ঠান যাতে আইন ও বিধি অনুযায়ী ন্যায্য সেবা পায় – তার জন্যে সর্ব্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারীদের প্রতি আহ্বান জানাচ্ছি”- তিনি গতকাল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহন করে- এক সৌজন্য আলোচনায়- অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের প্রতি এ আহ্বান জানান।
মহাপরিচালক মো. হাবিবুর রহমান- তার নিজের কর্মজীবনের অভিজ্ঞতা বর্ননা করে বলেন- “সারাজীবন সর্ব্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে নিজের কর্মজীবনে সরকার কর্তৃক দেয়া অর্পিত দায়িত্ব পালন করেছি। কর্মের বাকি জীবন ও সর্ব্বোচ্চ সততার সাথে কাজ করে যেতে চাই”। এ প্রসঙ্গে তিনি বলেন- “আমি মহান আল্লাহর নিকট যেন জবাবদিহি করতে পারি - কর্মজীবনে আমি কি করেছি।
আমার কর্মে আমার বিবেক প্রশান্তি লাভ করে- তবেই আমি সফল”। তিনি তার কাজে সকলের নিয়মতান্ত্রিক সহযোগিতা কামনা করেন। এ সময়ে- সৌজন্য আলোচনা সভায়- পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহম্মদ মাহবুবুল হক, পরিচালক (প্রশিক্ষন ও উন্নয়ন) মোঃ আবুল কালাম তালুকদার, উপ পরিচালক ( প্রশাসন) মোঃ আরিফুর রহমান মজুমদার সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই