কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে রাইয়ান নূর আবু সামিম (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
রাইয়ান কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং শহরের বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে।
সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মী ওসমান গনি জানান, স্কুল মাঠে ফুটবল খেলার পর রাইয়ানসহ ৭ থেকে ৮ জন শিক্ষার্থী গোসলে নামে শৈবাল পয়েন্টে। এ এলাকায় কোনো লাইফগার্ড কর্মী দায়িত্ব পালন করেন না। গোসলের একপর্যায়ে রাইয়ান ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যায় এবং পানি খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে পোনা আহরণকারীরা ও ঘটনাস্থলে উপস্থিত বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তবে হাসপাতালের চিকিৎসক রাইয়ানকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, চলতি বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে এ নিয়ে ১২ জনের মৃত্যু হলো। সর্বশেষ ৮ জুলাই (মঙ্গলবার) সকালে তিন শিক্ষার্থী সাগরে ভেসে গেলে, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে অরিত্র হাসান নামে অপর শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, শৈবাল পয়েন্টসহ সৈকতের কিছু অংশে লাইফগার্ডের নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
আমার বার্তা/এল/এমই