ফেনীতে ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থান ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যানচলাচল। ফলে ভোগান্তি ও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক-পিকআপ ভ্যানে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ।
বুধবার (০৯ জুলাই) দুপুর ১টার দিকে ফুলগাজীর মুন্সিরহাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙনে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট এলাকা থেকে ফুলগাজী পর্যন্ত সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে সড়কে যানচলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন গন্তব্যে ছোটা মানুষজন।
পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে ফুলগাজী থেকে ফেনীর উদ্দেশে যাচ্ছেন রাহেনা আক্তার। তিনি বলেন, ‘রাস্তায় ট্রাক-ট্রলি ছাড়া আর কোনো যানবাহন নেই। চিকিৎসার প্রয়োজনে শহরের উদ্দেশে রওনা দিয়েছি। ভাড়া সিএনজি অটোরিকশার চেয়ে অনেক বেশি নিচ্ছে। ঝুঁকি থাকলেও নিরুপায় হয়ে যাচ্ছি।’
মো. লিংকন নামে ট্রাকের আরেক যাত্রী বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে পানি বাড়ছে। ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রয়োজনের তাগিদে বাড়তি ভাড়া ও ঝুঁকি নিয়ে যাতায়াত করছি।
মফিজুল ইসলাম নামে এক পিকআপের চালক বলেন, সড়কের অনেক স্থানে পানি থাকায় রাস্তায় সিএনজি অটোরিকশাসহ যানচলাচল বন্ধ রয়েছে। ভাড়া সিএনজি অটোরিকশার চেয়ে ৫০-৭০ টাকা বেশি নিচ্ছি। বড় গাড়িতে মানুষদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
আমার বার্তা/এমই