এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগেই ডাক পড়েছিল হামজা দেওয়ান চৌধুরির। সেলক্ষ্যে আজ (সোমবার) সকাল ১১টায় ঢাকায় পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল পৌঁছাতে দুপুর ১২টা। সামান্য বিশ্রাম নিয়েই বিকেল ৫টায় হামজা চৌধুরি অনুশীলনে হাজির।
বাংলাদেশ দল হংকংয়ের জন্য অনুশীলন শুরু করেছিল ৩০ সেপ্টেম্বর থেকে। সপ্তাহ খানেক অনুশীলন হলেও হামজা না আসায় অপূর্ণতা ছিল। আজ জামালদের সঙ্গে হামজা অনুশীলন করায় বাড়তি মাত্রা যোগ হয়। ফুটবলারদের মধ্যেও একটু উন্মাদনা লক্ষ্য করা গেছে। অনেকেই হামজার সঙ্গে খুনসুটি ও ছবিতে পোজ দিয়েছেন।
হামজার ভ্রমণক্লান্তি রয়েছে। হোটেলে সামান্য বিশ্রাম নিয়েও তিনি দলের সঙ্গে অনুশীলন যোগ দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছেন। হাসিমুখে সবার সঙ্গে হাত মেলাতে দেখা গেছে হামজাকে। তিনদিন (৯ অক্টোবর) পরই হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফুটবলারদের চাপ থাকলেও হামজা আসায় তারা যেন খানিকটা নির্ভরতা খুঁজে পেয়েছেন।
১০ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের জন্য দেশে এসেছিলেন হামজা। সেবারও তিনি সকালে এসে বিকেলেই অনুশীলনে যোগ দিয়েছিলেন। এবার হংকং ম্যাচের সময় যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন।
আজ জাতীয় স্টেডিয়াম বিকেল ৫টায় অনুশীলন শুরু হয়ে ঘণ্টা দুয়েকের মতো চলেছে। মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল প্রথম ১৫ মিনিট। সেই সময়ের মধ্যে জাতীয় দলের সিনিয়র ও নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মণকে রানিং করতে দেখা যায়। হামজা ক্যাম্পে যোগ দেওয়ায় হংকং ম্যাচে উন্মাদনা বেড়েছে। গণমাধ্যমের উপস্থিতি অনেক থাকলেও স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এতে যেন জল ঢেলে দিলেন। কোচিং স্টাফ কিংবা খেলোয়াড় কাউকে আজ গণমাধ্যমের সঙ্গে পাঠাননি কথা বলার জন্য। মাঠের ফলাফলে সেই অর্থে সফলতা নেই, অথচ মিডিয়ার ওপর বিধি-নিষেধ আরোপ এবং ফেডারেশনকে নানাবিধ আবদার অব্যাহত রয়েছে স্প্যানিশ কোচ ক্যাবরেরার।
আমার বার্তা/এমই