বরগুনার আমতলী উপজেলায় বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক মাস ধরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরগুনা জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে রোববার (৫ অক্টোবর) বিকেলে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকা থেকে এই তিন জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালীর কলপাড়া উপজেলার মাছুয়াখালী এলাকার নাসির উদ্দিন হাওলাদারের ছেলে মো. সুজন (২৫), আমতলী উপজেলার চলাভাঙ্গা এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে আব্দুর রহমান (২৫) এবং তার স্ত্রী সুমি (২২)।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি বরগুনার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ফোন করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল। তারা কখনো আত্মীয়-স্বজন অসুস্থ, কখনো জরুরি পারিবারিক ঘটনার কথা বলে ভুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করত। বিশেষ করে বিদেশে থাকা প্রবাসীদের পরিবারের সদস্যদের টার্গেট করত তারা।
এই প্রতারণার অভিযোগে এক মাস ধরে তদন্ত করে পুলিশ চক্রটির সদস্যদের শনাক্ত করে। এরপর আমতলীর উত্তর টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, প্রতারণার শিকার রাকিবুল খান নামে এক ব্যক্তি থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া তিনজনই আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বরগুনা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
আমার বার্তা/এমই