ই-পেপার মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গেলেই দরিদ্র হয়ে পড়ে: বদরুন্নেসা কলেজ অধ্যক্ষ

আমার বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৫, ১৩:৪৮

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেছেন, রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গেলেই দরিদ্র হয়ে পড়ে। এমন ধারণা বদলানো দরকার। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও শিক্ষকরা এখনো প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত। তবু সীমিত সুযোগ ও সামর্থ্য নিয়ে তারা জাতি গঠনের কাজ করে যাচ্ছেন নিষ্ঠা ও আত্মত্যাগের সঙ্গে।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ ও সরকারি সাত কলেজ শিক্ষা ক্যাডারের স্বার্থ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ বলেন, আমার রক্তে শিক্ষকতা মিশে আছে। কারণ, আমার বাবা ছিলেন একজন শিক্ষক। ১৯৯৪ সালে ঘোষণার পর থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। এ বছরের দিবসটি আমাদের কাছে শুধু আনন্দের নয়, বরং এক ধরনের প্রতিবাদেরও প্রতীক।

তামান্না বেগম বলেন, আমাদের সমাজে এখনো মনে করা হয় শিক্ষক মানেই হাঁটু পর্যন্ত ব্যাগ ঝুলিয়ে, মাথায় ছাতা নিয়ে হাঁটছেন এমন একজন মানুষ। অথচ শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা না হলে শিক্ষা কখনোই প্রকৃত অর্থে মানবিক হবে না। স্বাধীনতার পর এত বছরেও শিক্ষকরা কি তাদের প্রাপ্য থেকে? আমরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত। রাষ্ট্র যেন শিক্ষকদের কিছু দিতে গিয়ে দরিদ্র হয়ে পড়ে, এমন এক চিত্র এখনো বিদ্যমান।

তিনি বলেন, যারা বিসিএসের মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন, তাদের অনেকে ১২ বছরেও পদোন্নতি পান না। আমরা রাষ্ট্রের কাঠামোয় ‘ক্যাডার’ হিসেবে স্বীকৃতি পেলেও মর্যাদা বা সুযোগের দিক থেকে বঞ্চিত। শিক্ষকতা বাংলাদেশের সবচেয়ে বেশি অবমূল্যায়িত পেশা। সীমিত সম্মান, সীমিত বেতন ও সুযোগের মধ্যেও শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে যেখানে দুই-তিনজন শিক্ষক আছেন, সেখানেও তারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।

অধ্যক্ষ তামান্না বেগম বলেন, আমি ২০১৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছি। কিন্তু আজও আমাদের অবস্থান একই পর্যায়ে। মামলা, চিঠি-পত্র– সব করেছি; তবু কোনো অগ্রগতি হয়নি। অবসরের (পিআরএল) সময় শিক্ষকরা অর্ধেক বেতন পান– এই বিষয়টি অনেকেরই জানা নেই। ভেবেছিলাম জীবনের শেষ সময়টা শান্তিতে কাটাব, কিন্তু দেখা গেল সেই আনন্দটুকুও আমাদের ভাগ্যে নেই। শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু যদি সেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দেওয়া হয়, তাহলে আমরা কখনোই সমৃদ্ধ জাতি হতে পারব না।

সভার সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান। আর সভাপতিত্ব করেন আহ্বায়ক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এসময় দেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপকসহ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়ার প্রস্তাব, বছরে লাগবে ৩৪০০ কোটি টাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তীব্র আপত্তির মুখে বাড়িভাড়া ভাতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা

১২ অক্টোবর ঢাকায় বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে

দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা মন্ত্রণালয় আওয়ামী লীগ সরকার আমলের প্রায় ১৬ বছরের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করতে চায় বলে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল, পরিপত্র জারি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে। তাদের বাড়িভাড়া বাবদ ৫০০ টাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এম কফিল উদ্দিন আহমেদের উঠান বৈঠক অনুষ্ঠিত

দুপুরে এসে বিকেলে পুরোদস্তুর অনুশীলনে হামজা

এবার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী হবে গৌণ, আসল পাহারাদার হবে জনগণ

সার কারখানার জন্য গ্যাসের দাম বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

বরগুনায় স্বামী-স্ত্রীসহ বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮. ৩৬ শতাংশ: বিবিএস

৮ ব্যাংক থেকে ১০ কোটি ৪০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

বিএনপি একাই সরকার গঠন করবে: ফাইন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান

বিসিবির সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক-ফাহিম

গবেষণা ও উদ্ভাবনকে জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করতে হবে: অর্থ উপদেষ্টা

চামড়া শিল্পে শোভন কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো অপশন নেই: সারজিস আলম

বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যারা

মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি প্রশংসনীয়

দারুল হাবীব মাদরাসায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমিনুল হক

নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব তুরস্ক: খসরু

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না: সিইসি

শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়ার প্রস্তাব, বছরে লাগবে ৩৪০০ কোটি টাকা

হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: বিক্রম মিশ্রি