ই-পেপার বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এইচএসসিতে আসন বিন্যাসে বাড়বে দূরত্ব, স্বাস্থ্যবিধিতেও কড়াকড়ি

আমার বার্তা অনলাইন
১৫ জুন ২০২৫, ১০:২৯

আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে সতর্কবার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নেবেন সাড়ে ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী।

করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন একদল পরীক্ষার্থী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নানান উপায়ে প্রচারণা চালাচ্ছেন। পরীক্ষা পেছানোর দাবি না জানালেও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা পরীক্ষাকেন্দ্রে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, তাতে জোর দিচ্ছেন। পাশাপাশি আসন বণ্টনে দূরত্ব বাড়ানোরও দাবি করছেন।

তবে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন, করোনা ও ডেঙ্গুর প্রকোপে তারাও উদ্বিগ্ন। তবে সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নিতে চান তারা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, করোনা সংক্রমণের হার এবং ডেঙ্গুর প্রকোপের দিকে নজর রাখছি আমরা। এটা সত্য যে, অভিভাবকদের পক্ষ থেকে উদ্বেগের কথা জানানো হচ্ছে। উদ্বিগ্ন হওয়াটাও স্বাভাবিক। তবে পরীক্ষা পেছানোর সুযোগও নেই। সামনে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের সময় আসছে। তখন পরীক্ষা নেওয়াটা আরও কঠিন হবে।

তিনি বলেন, আমরা জোরালো প্রস্তুতি নিচ্ছি। পরীক্ষার্থী, কক্ষ পরিদর্শকসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে। পরীক্ষার কক্ষে এক পরীক্ষার্থী থেকে আরেক শিক্ষার্থীকে ৩ ফুট দূরে আসন দেওয়া হয়। প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে। করোনাকালে যেভাবে আসন বিন্যাসে দূরত্ব বাড়ানো হয়েছিল, সেভাবে আসন বিন্যাস করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণেও কেন্দ্রসচিবকে নির্দেশনা দেওয়া হবে। সব প্রস্তুতি নিয়ে আগামী ২৬ জুনই এইচএসসি পরীক্ষা শুরু করা হবে।

স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্কাবস্থার কথা বলেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীও। তিনি বলেন, পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। পরীক্ষার কক্ষে আসন বণ্টন করা হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। প্রয়োজনে সেটা আরও বাড়ানো হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সব স্কুল-কলেজ খোলার সঙ্গে সঙ্গে পরিছন্নতা অভিযান চালাতে নির্দেশনা দেওয়া হবে। কোনোভাবেই ডেঙ্গুর বিস্তার হতে দেওয়া যাবে না।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক সফিউদ্দিন সেখ বলেন, পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি শেষ। এখনও হাতে ১১ দিন সময় আছে। রোববার (১৫ জুন) অফিস খোলার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠক হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি, আসনবিন্যাসের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

গত বছর অর্থাৎ ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

আমার বার্তা/জেএইচ

বাকৃবি ভেটেরিনারি অনুষদে বৃত্তি পেলেন ৩৩ অস্বচ্ছল শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে ৩৩ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি

এইচএসসি পরীক্ষায় দায়িত্বে গাফিলতি, আশুলিয়ায় কেন্দ্রপ্রধান বরখাস্ত

এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সাভারের আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রপ্রধানকে বরখাস্ত করা হয়েছে।

সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে

রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যে

প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না: আইজিপি

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী, মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ

বেলুচিস্তান কখনও পাকিস্তানের অংশ হবে না: বালোচ নেতা কাজী রেহান

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজে গুণীজন সংবর্ধনা

আমরা ভুলিনি, ভুলব না-বাকৃবির জুলাই শহীদ দিবসে উপাচার্যের দৃঢ় উচ্চারণ

গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ

প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়: ধর্ম উপদেষ্টা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

চলতি বছরেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে

বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মহাপরিচালক

তিস্তায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে: পরিবেশ উপদেষ্টা

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা

ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ

সীমান্ত ব্যাংক লিমিটেডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

গোপালগঞ্জের সহিংসতা একেবারেই অমার্জনীয়: প্রধান উপদেষ্টা

গোপালগঞ্জে যথাযথ ব্যবস্থা না নেয়া হলে সরকারকে দায় নিতে হবে: জামায়াত আমির

দুর্যোগের সময় নির্ভরযোগ্য তথ্য পেতে টিকটকের নতুন টুল