ই-পেপার বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যত টাকা পেল টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, বাকিদের পকেটে কত

আমার বার্তা অনলাইন
১৫ জুন ২০২৫, ১০:৪০

দক্ষিণ আফ্রিকার হাতে শিরোপা তুলে দিয়ে পর্দা নেমেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫ চক্রের। প্রথমবারের মতো আইসিসির তিন ফরম্যাটের কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হলো প্রোটিয়ারা। যদিও এর আগে তারা জিতেছিল ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে নির্দিষ্ট ফরম্যাটে সেরার লড়াইয়ে এটাই তাদের প্রথম শিরোপা। যার কল্যাণে টেম্বা বাভুমার দল বড় অঙ্কের অর্থ পুরস্কারেও পকেট ভারী করেছে।

ইংল্যান্ডের লর্ডসে গতকাল (শনিবার) ছিল আফ্রিকানদের জন্য দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর দিন। অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেটে পেরিয়ে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শেষ করেছে। বড় লক্ষ্য তাড়ায় ম্যাচের তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কাল চতুর্থ দিনে তারা যখন ব্যাটিংয়ে নামে, তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ রান। হাতে ছিল ৮ উইকেট আর পুরো দুই দিন সময়! এমন সহজ সমীকরণেও তাদের পক্ষে বাজি ধরতে ভয় ছিল অনেকের!

এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ৬ উইকেট। এমন সমীকরণও মেলাতে পারেনি প্রোটিয়ারা! হাত ছোঁয়া দূরত্বে যেয়েও শিরোপা হারানো যেন তাদের নিয়তি হয়ে উঠেছিল! তাই তো নামের পাশে আরও জোরালোভাবে বসে যায় চোকার্স তকমা। তবে এবার আর সেই হতাশার গল্প নয়। ২৭ বছরের অপেক্ষা শেষে আরেকটি আইসিসি ট্রফি উঠল তাদের হাতে। চ্যাম্পিয়ন হয়ে প্রোটিয়ারা অর্থ পুরস্কার হিসেবে পেয়েছে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের জন্য মে মাসেই বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছিল আইসিসি। মোট অর্থ পুরস্কার ধরা হয় ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি। চ্যাম্পিয়ন, রানার্স-আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯ দলের জন্যই প্রাইজমানি বরাদ্দ রাখা হয়। গত দুই আসরের বিজয়ী দল (নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) ট্রফির পাশাপাশি পেয়েছিল ১.৬ মিলিয়ন ডলার তথা প্রায় ১৭ কোটি ১৫ লাখ টাকা। এবার তার প্রায় দ্বিগুণ বেশি অর্থ ভাগিয়েছে দক্ষিণ আফ্রিকা।

টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়নরা এবার রানার্সআপ হয়ে পেল ২.১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকার বেশি। এই অঙ্কও আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি। একইভাবে অংশগ্রহণকারী প্রতিটি দলই অর্থ পুরস্কার পেয়েছে। এই আসরে তৃতীয় স্থানে থেকে শেষ করা ভারত পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার বা ১৭ কোটি ৫১ লাখ টাকার বেশি। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার ডলার। ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার।

এদিকে, সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ৬ লাখ এবং ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

টাইগারদের হিটিং শক্তি বাড়াতে আসছেন জুলিয়ান উড

সম্প্রতি একের পর এক সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ দল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে পুরো দল এখনও

অলিম্পিকের ৩৪তম আসরের সময়সূচি প্রকাশ

সেই ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ইভেন্ট হিসেবে ক্রিকেট খেলা হয়েছিল। এক আসর পরেই বাদ পড়া

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান: সালমান আলি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ। আজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না: আইজিপি

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী, মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ

বেলুচিস্তান কখনও পাকিস্তানের অংশ হবে না: বালোচ নেতা কাজী রেহান

রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজে গুণীজন সংবর্ধনা

আমরা ভুলিনি, ভুলব না-বাকৃবির জুলাই শহীদ দিবসে উপাচার্যের দৃঢ় উচ্চারণ

গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ

প্রশাসন জনবান্ধব হলে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয়: ধর্ম উপদেষ্টা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

চলতি বছরেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে

বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীক সরানো হয়েছে: ইসি সচিব

আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মহাপরিচালক

তিস্তায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে: পরিবেশ উপদেষ্টা

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা

ব্রাহ্মণপাড়ায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন: নাহিদ

সীমান্ত ব্যাংক লিমিটেডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

গোপালগঞ্জের সহিংসতা একেবারেই অমার্জনীয়: প্রধান উপদেষ্টা

গোপালগঞ্জে যথাযথ ব্যবস্থা না নেয়া হলে সরকারকে দায় নিতে হবে: জামায়াত আমির

দুর্যোগের সময় নির্ভরযোগ্য তথ্য পেতে টিকটকের নতুন টুল