ই-পেপার মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

ঢাকায় প্রথমবারের মতো একটি সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হচ্ছে

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২
আপডেট  : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

ঢাকা শহরে প্রথমবারের মতো একটি সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবনই হবে সেই মাইলফলক। আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ভবনটিকে প্রতিষ্ঠা করা হবে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স হিসেবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)সহ বিভিন্ন সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রিন বিল্ডিং নির্মাণে পোশাক শিল্প খাতের অভিজ্ঞতা থেকেও পরামর্শ নেওয়া হবে।

এ সময় তিনি জানান, ঢাকার বাইরে বিশেষ করে গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে। এতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদারে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থাও রাখা হবে।

উপদেষ্টা উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো ও সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে। তাই প্রত্যেকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক।

আমার বার্তা/এল/এমই

ঢাকা শহরে প্রথমবারের মতো একটি সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবনই হবে সেই মাইলফলক। আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ভবনটিকে প্রতিষ্ঠা করা হবে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স হিসেবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)সহ বিভিন্ন সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। গ্রিন বিল্ডিং নির্মাণে পোশাক শিল্প খাতের অভিজ্ঞতা থেকেও পরামর্শ নেওয়া হবে।

এ সময় তিনি জানান, ঢাকার বাইরে বিশেষ করে গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে। এতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদারে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থাও রাখা হবে।

উপদেষ্টা উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো ও সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে। তাই প্রত্যেকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক।

আমার বার্তা/এল/এমই

আজকের আবহাওয়া: বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকায়

ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এদিন সকালে

এই প্রথম বর্জ্য কাপড় দিয়ে সুতা তৈরি শুরু করলো এনভয় টেক্সটাইল

বিশ্বের প্রথম লিড প্ল্যাটিনাম সনদপ্রাপ্ত ডেনিম টেক্সটাইল মিল এনভয় টেক্সটাইল লিমিটেডের ‘স্টেট অব দ্যা আর্থ

সেন্টমার্টিনে পর্যটন বন্ধ করা হয়নি, পরিবেশ রক্ষায় নিয়ন্ত্রণ করা হয়েছে

সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ, সেন্টমার্টিন বাঁচলে পর্যটন বাঁচবে। সেন্টমার্টিনে পর্যটন কখনোই বন্ধ করা হয় নাই,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনে পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের কিছু অর্থ ফিরতে পারে: অর্থ উপদেষ্টা

ভোট বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার বিরুদ্ধে তিন মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ

জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিত্ব করা ছয়জনই ইউপিডিএফের: পার্বত্য উপদেষ্টা

রিফলেকশন্স টুওয়ার্ডস ট্রান্সফরম্যাশন বইয়ের মোড়ক উন্মোচন

ট্রাম্পের যুদ্ধবিরোধী প্রস্তাবকে স্বাগত জানাল ফিলিস্তিনের সরকার

হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় আহত রিকশাচালকের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলায় গ্রেপ্তার ১৯: আইজিপি

রাষ্ট্রের সংবিধান আর জুলাই সনদ এক জিনিস না: নূরুল কবির

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না: সালাহউদ্দিন

গাজায় মার্কিন শান্তিপ্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত

পূজামণ্ডপকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে: আইজিপি

অসামান্য বীরত্ব দেখানোর পরও বাদ, অবসরের ঘোষণা ওকসের

ট্রফিকাণ্ডে উত্তেজনার মধ্যেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

চিংড়ির জল বড়া তৈরির রেসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনিসেফের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ট্রেনযাত্রী ও গ্রামবাসী সংঘর্ষ