মালয়েশিয়ার ৬৮-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার পাঁচতারা হোটেল ‘শেরাটন ঢাকা’র গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. সি আর আবরার । এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক ও সিভিল সোসাইটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে মালয়েশিয়ার কল্যাণ কামনায় দোয়া করা হয়। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রামাদান কে সাথে নিয়ে হাইকমিশনার ৬৮ তম স্বাধীনতা দিবসের কেক কাটেন ।
এরপর মালয়েশিয়ান হাইকমিশনার তাঁর বক্তব্যে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যকার চলমান সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন । তিনি মালয়েশিয়ার স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন । তিনি বাংলাদেশের জনগণের প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তাঁর সমর্থন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সি আর আবরার মালয়েশিয়ার জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন । সেই সাথে মালয়েশিয়ার সরকারের সর্বোচ্চ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে বাংলাদেশের জন্য তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণে দক্ষ জনশক্তি নিয়োগ করবে ।
আগত সকল অতিথিদের জন্য মালয়েশিয়ার বিভিন্ন রকমের মুখরোচক খাবারের আয়োজন করা হয় । অতিথিগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে চমৎকার এই আয়োজন উপভোগ করেন।
আমার বার্তা/এমই