রিপোর্ট অন সিএসআর ইন বাংলাদেশ ২০২৫ এবং গুড গর্ভনেন্স: রিফলেকশন্স টুওয়ার্ডস ট্রান্সফরম্যাশন বইয়ের মোড়ক উন্মোচন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ২০২৫ হোটেল ওয়েস্টিনে সিএসআর সেন্টার তাদের বার্ষিক রিপোর্ট Report on CSR in Bangladesh 2025 Good Governance: Reflections towards Transformation বইয়ের প্রকাশ হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানে এখন কিভাবে সক্রিয়ভাবে সিএসআর কার্যক্রমে যুক্ত হচ্ছে তা তুলে ধরেন। এই কার্যক্রমগুলো শুধু সামাজিক উন্নয়নই নয়, বরং এসডিজি অর্জন এবং টেকসই সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতেও অবদান রাখছে। বক্তাদের মতে, যখন বাংলাদেশ ধীরে ধীরে এসডিজি বাস্তবায়নের পথে এগোচ্ছে, তখন সিএসআর কার্যক্রমকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করা প্রয়োজন, যাতে বিনিয়োগ বৃদ্ধি ও বৈষম্য হ্রাসে বাস্তব প্রভাব ফেলা যায়।
এই বছরের প্রতিবেদনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সু-শাসন বা গুড গভর্ন্যান্স বিষয়ে। আলোচনা হয়েছে কিভাবে প্রতিষ্ঠানগুলো সুশাসনের নীতিমালা গ্রহণ করে নিজেদের কৌশল ও কার্যক্রমে সংযুক্ত করতে পারে। বক্তারা বলেন, সিএসআর কেবল দাতব্য কার্যক্রম নয়এটি প্রতিষ্ঠানগুলোকে আরও টেকসই, প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবনী হতে উৎসাহিত করে, যা সরাসরি এসডিজি বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত।
এছাড়াও উল্লেখ করা হয় যে, বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যদি বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায়, তবে তাদের আন্তর্জাতিক মানদণ্ড মেনে সিএসআর কার্যক্রম পরিচালনা করতে হবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের প্যানেল বক্তাদের মধ্যে ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর সাউথ এশিয়া রিজিওনাল কর্পোরেট গভর্ন্যান্স লিড মিস কল্যাণী সান্তোষকুমার, সুইডিশ অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি নিকোলাস উইকস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পররাষ্ট্র মন্ত্রণালয় সেক্রেটারি (বাইল্যাটারাল) রেক্টর, ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্পেক্টর জেনারেল অব মিশনস, অ্যাম্বাসেডর মো. নজরুল ইসলাম এবং সিএসআর সেন্টার এর সিইও শাহামিন এস জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসআর সেন্টারের ট্রাস্টি বোর্ড-এর চেয়ারম্যান অ্যাম্বাসেডর ফারুক সোবহান। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি সংস্থা, কর্পোরেট সেক্টর, উন্নয়ন সহযোগী, একাডেমিয়া এবং মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আমার র্বাতা/জএেইচ