ই-পেপার মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের কিছু অর্থ ফিরতে পারে: অর্থ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০
সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা

দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে কী পরিমাণ অর্থ ফেরত আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

পাচারের অর্থ ফেব্রুয়ারির মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘টাকা যারা পাচার করে তারা বুদ্ধি সব জানে, কীভাবে করতে হবে। এটা আনতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। তবে কিছুটা অগ্রগতি হয়েছে। অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা হচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে হয়তো কিছু আসতে পারে। বাকিটার জন্য আমরা ক্ষেত্রে প্রস্তুত করছি।’

তিনি বলেন, ‘এই ফরমালিটি কোনো সরকার এভয়েড করতে পারবে না। মনে করেন, আমি বললাম টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগ্যাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি আমরা...।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন ১১-১২টা, আমরা একেবারে হাই প্রায়রিটিতে দেখছি। আর বাকিগুলোর মধ্যে যেগুলো ২০০ কোটি টাকার বেশি তাদেরকেউ ধরা হচ্ছে।’

নতুন সরকার আপনাদের ধারাবাহিকতা রাখবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন বলেন, ‘রাখতে তারা বাধ্য। কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে, ওইটা চালু না থাকলে তো টাকা ফেরত আনতে পারবে না। ওরা যদি বসে থাকে ফেরত আসবে না। আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেইনটেইন করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। এটা ছাড়া কীভাবে আনবে।’

কী পরিমাণ টাকা ফেরত আনা সম্ভব হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা আমি বলতে পারবো না। এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রশ্ন করেন।’

এ সময়ও কিছু পাচার হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘আচ্ছা কিছুদিন পরে দেখি বাংলাদেশ ব্যাংকে এটা একটা কমপ্রেসিভ ইসে দেবে। একটা রিভিউ আমরা করছি। দেখি কতটুকু আনা যায়। আপনারা জানেন অলরেডি অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাহিরে কতোগুলো দেশে। কোথায় ওদের টাকা আছে, কোথায় একাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে সেটার তথ্যও আছে। এখন বাকি একটু কাজ করতে যতটুকু সময় লাগে।’

আপনারা কোনো কোনো উপদেষ্টার এলাকায় বেশি বরাদ্দ দিচ্ছেন, এমন অভিযোগ আছে- একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘না না। প্রজেক্টগুলো তো বহু আগের করা।’

বিবিএস একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে বলেছে যে দেশের ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবারেই পুষ্টিহীনতায় বা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ব্যাপারে আপনার বক্তব্য কী? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছুটা নিউট্রিশনের ঘাটতি আছে, বিশেষ করে শিশু আর মায়েদের মধ্যে।’

তিনি বলেন, ‘এটার জন্য আমরা চেষ্টা করছি যথাসম্ভব। আপনার দেখবেন আমাদের ভিজিএফ এবং স্পেশাল ট্রাকে করে দিচ্ছিল। বোধয় কাল-পরশু থেকে জেলেদের ইসে (মাছ ধরা) বন্ধ হয়ে যাবে, তাদের জন্য তো আমরা ২০ কেজি করে দিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের খাদ্য যেটা হয় সেটা সুষম না খাদ্যটা। চালের ওপর বেশি ডিপেন্ড করি। কিন্তু অন্যারা যেগুলো খায়, সেগুলো এক্সেস। এগুলোর ক্রয় ক্ষমতা একটু কম। এই জন্য আমাদের খাদ্যের ঘাটতি, কিছু আমিষ দরকার। আমিষ বলতে আমরা মনে করি ডিমটা সব থেকে বেশি দরকার। সেটাও কিন্তু অনেকে ক্রয় করতে পারবেন।’

আমার বার্তা/এমই

২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে, যা ২০২৬ অর্থবছরে বেড়ে

দেশে উৎপাদিত খাদ্যের প্রায় ৩৪ শতাংশ অপচয় হয়: সিপিডি

দেশে উৎপাদিত খাদ্যের প্রায় ৩৪ শতাংশ নষ্ট বা অপচয় হয়, যা অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক

শিল্পখাতে ৯০ শতাংশ এসএমই হলেও ঋণ ও কঠিন শর্তে পিছিয়ে

দেশের শিল্পখাতের প্রায় ৯০ শতাংশ হলেও ঋণ সহায়তার অভাব, সমন্বয়হীনতা, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তি ব্যবহারে

বাংলাদেশকে তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি

বাংলাদেশকে তিন প্রকল্পে ঋণ ও অনুদান হিসেবে ২৯ কোটি ৯৬ লাখ ডলার দেবে এশীয় উন্নয়ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ইউনূস

বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে: রিজভী

পিআরে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না: সালাহউদ্দিন

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চলেছে ৪৩৮ স্থানে, মারণাস্ত্র ব্যবহার ৫০ জেলায়

বিপুর সঙ্গে ফোনালাপ ফাঁস, বিদ্যুৎ বন্ধের চিন্তাও ছিল হাসিনার

সুধাসদনের সম্পত্তি জয়-পুতুলকে দান করেন হাসিনা

পাহাড়ে বহিরাগত দিয়ে দেশীয় ও অটোম্যাটিক অস্ত্রে ফায়ারিং করা হচ্ছে

আসন্ন নির্বাচনে পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের কিছু অর্থ ফিরতে পারে: অর্থ উপদেষ্টা

ভোট বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার বিরুদ্ধে তিন মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ

জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধিত্ব করা ছয়জনই ইউপিডিএফের: পার্বত্য উপদেষ্টা

রিফলেকশন্স টুওয়ার্ডস ট্রান্সফরম্যাশন বইয়ের মোড়ক উন্মোচন

ট্রাম্পের যুদ্ধবিরোধী প্রস্তাবকে স্বাগত জানাল ফিলিস্তিনের সরকার

হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় আহত রিকশাচালকের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের

দুর্গাপূজায় ৪৯ বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলায় গ্রেপ্তার ১৯: আইজিপি

রাষ্ট্রের সংবিধান আর জুলাই সনদ এক জিনিস না: নূরুল কবির