রাজধানীর হাতিরঝিলে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. আউয়াল (৬৭) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে হাতিরঝিল থানাধীন রেড ক্রিসেন্ট ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আউয়াল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী সাগর জানান, রাত ১টার দিকে রেড ক্রিসেন্টের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হন আউয়াল। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক গাড়িটি হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আমার বার্তা/জেএইচ