বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি এসময় যেন বজায় থাকে, কোনো নাশকতা না ঘটে সেজন্য সজাগ আছে পুলিশ। কোনো অপ্রীতিকর ঘটনা বড় না হয় সেজন্য কাজ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সদরদপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
আইজিপি জানান, সারাদেশে ৪৯ টি ঘটনা হয়েছে। এই ঘটনায় ১৫টি মামলা হয়েছে। এই ঘটনায় ১৯জন গ্রেফতার করা হয়েছে। সারাদেশ শান্ত পরিবেশ বজায় থাকার জন্য কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ভিডিও ছেড়ে আতঙ্ক করছে। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। সম্প্রীতি বিনষ্ট না হয় সে জন্য কাজ করা হচ্ছে। তবে কোনো নাশকতা না ঘটে সেজন্য সজাগ আছে পুলিশ।
আমার বার্তা/জেএইচ