ই-পেপার রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

নিজের ফাঁদেই আটকাল ভারত, ১৫ বছর পর প্রোটিয়াদের জয়

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৫:০১
আপডেট  : ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৮

স্পিন-বান্ধব উইকেট বানিয়ে চার জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নেমেছিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৩ রানে (লক্ষ্য) বেধে ফেলে জয়ের পাল্লাটাও তাদের দিকেই ঝুঁকে ছিল। কিন্তু অধিনায়ক শুভমান গিলকে হারিয়ে তাদের দুভার্গ্যের শুরুটা হয় গতকাল (শনিবার)। ফলে চতুর্থ ইনিংসে স্বাগতিকরা ব্যাটিংয়ে নামে ১০ জন নিয়ে। এরপর মাত্র দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামা প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের পাতা ফাঁদেই ধসে গেল ভারতীয় ব্যাটিং লাইনআপ।

হারমার-মহারাজদের ঘূর্ণিতে ১২৩ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৯৩ রানে গুটিয়ে গেছে ভারত। এর মধ্য দিয়ে ভারতের মাটিতে প্রোটিয়াদের টেস্ট জিততে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হয়েছে। এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারিতে নাগপুর টেস্টে শেষবার টেস্ট জিতেছিল গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এমন দিন দেখতে টেম্বা বাভুমাদের লম্বা সময় অপেক্ষায় থাকতে হলো।

প্রোটিয়া অধিনায়ক নিজেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অলআউট হওয়ার সময়ও একপ্রান্তে ৫৫ রানে অপরাজিত ছিলেন বাভুমা। পুরো ম্যাচ মিলিয়ে এটাই ছিল কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ইডেন গার্ডেনে ব্যাটারদের প্রতিকূল উইকেটে মাত্র আড়াই দিনেই শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এমন উইকেট নিয়ে গতকাল থেকে সমালোচনা চলছে।

আজ (রোববার) তৃতীয় দিনের খেলা শুরুর আগেই ইডেন টেস্ট থেকে গিলের ছিটকে পড়ার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবুও শেষদিকে স্বাগতিকরা যখন উইকেটের মিছিল শুরু করে, তখন হয়তো ব্যাট হাতে অধিনায়ক ক্রিজে আসবেন এমন অপেক্ষায় ছিল কেউ কেউ। কিন্তু তা আর হয়নি। ৭৭ রানে ৭ উইকেট পড়ার পর ক্রিজে ভারতের একমাত্র স্বীকৃত ব্যাটার ছিলেন অক্ষর প্যাটেল। কেশভ মহারাজের প্রথম ৪ বলে ২টি ছক্কা ও এক চার হাঁকিয়ে মোমেন্টাম কেড়ে নিতে চেয়েছিলেন তিনি।

পরমুহূর্তেই স্লগ সুইপ খেলতে গিয়ে টপ এজ হয়ে অক্ষর ক্যাচ দিয়েছেন বাভুমাকে। দশম ও শেষ ব্যাটার হিসেবে ক্রিজে নেমে মোহাম্মদ সিরাজ টিকলেন না এক বলও। আউটসাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন এইডেন মার্করামকে। আম্পায়ার আউট কি না নিশ্চিত হওয়ার জন্য সময় চাইলেন। কিন্তু বাভুমাদের আর পায় কে! ততক্ষণে তাদের বিজয়োল্লাস শুরু। তৃতীয় আম্পায়ার থেকেও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়–আউট সিরাজ। ৩০ রানের জয়ে ১-০ ব্যবধানে সিরিজে লিড নিলো দক্ষিণ আফ্রিকা।

ভারতের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জিতল বাভুমার দল। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে সিমন হারমার। এর আগে ওয়ানখেড়েতে ২০০৪ সালে মাত্র ১০৭ রানের লক্ষ্য দিয়েও স্বাগতিকদের বিপক্ষে জিতেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে, আফ্রিকানরাও নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে টেস্ট ম্যাচ জিতল। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৯ রানে অলআউট হয়। সেটি পেরিয়ে ভারত প্রথম ইনিংসে ১৮৯ রান তোলে। ৩০ রানের লিড নিলেও তা কাজে লাগেনি দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায়।

বাভুমার ৫৫ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের পুঁজি দাঁড়ায় ১৫৩। রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। আগের ইনিংসের লিড বাদ দিয়ে ১২৩ রানের ছোট লক্ষ্য পায় ভারত। কিন্তু কঠিন পিচে এই রানও যে যথেষ্ঠ হয়ে উঠতে পারে সেটাই প্রমাণ দিলো প্রোটিয়ারা। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩১ ও অক্ষর প্যাটেল করেন ২৬ রান। আর কেউই লক্ষ্য তাড়ায় বলার মতো কিছু করতে পারেননি। সফরকারীদের পক্ষে হারমার ৪, মার্কো জানসেন ও মহারাজ দুটি করে শিকার ধরেন।

আমার বার্তা/এমই

ফিলিস্তিনের সমর্থনে স্পেনে জমেছে ৫০ হাজার দর্শক

ফিলিস্তিন ও স্পেন ফুটবল দলের একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। যেখানে স্বাগতিক স্পেনের দর্শকরা

সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের

আগের দিন আর্জেন্টিনা আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল। এবার তাদের প্রতিবেশী দেশ ব্রাজিলও

দেশি বনাম বিদেশি খেলোয়াড় চিন্তা করলে বাংলাদেশ জিততে পারবে না

হামজা চৌধুরীর ম্যাজিকে নেপালের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। কিন্তু যোগ করা

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

ঘরোয়া ক্রিকেটে হার্ডহিটিং দিয়ে নজর কাড়েন হাবিবুর রহমান সোহান। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাফল্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি থেকে তেলবাহী ট্যাংকার জব্দ

খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্যে বিদেশি ইন্ধন থাকতে পারে: তুলি

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ৫০ জন জান্তা সেনা নিহত

টিপু মুনশি, শাহরিয়ার আলমসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডিবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক

নাটোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেক্টরের টেকসই বৃদ্ধির জন্য জাতীয় অ্যাকুয়াকালচার নীতি জরুরি

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ জন

আইইউবির আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন আইসিইবিটিএম সম্পন্ন

বাস্তবায়নের দাবি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট

শিক্ষাঙ্গণকে নতুন চিন্তা ও স্বপ্নের মাধ্যমে গড়ে তুলতে হবে: আমিনুল

জমে উঠেছে ময়মনসিংহের ইসলামি বইমেলা ২০২৫

ঝাড়খণ্ডে আদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন আমাদের কিনতে হবে?

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াতসহ আট দল: গোলাম পরওয়ার

সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

গাজীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

মওলানা ভাসানী জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম