
ইসলামপ্রীয় লেখক-পাঠক ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে ইসলামি বইমেলা ২০২৫ জমে উঠেছে। মেলাটির আয়োজন করেছে ‘সীরাতকেন্দ্র’। ১০ দিনের ইসলামি বইমেলা পর্দা নামবে ২২ নভেম্বর।
নগরীর টাউন হল প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলছে। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর পৃষ্ঠপোষকতায় এবারের মেলার সার্বিক সহযোগিতায় থাকছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
দেশের ৬০টিরও অধিক অভিজাত প্রকাশনীর অংশগ্রহণের পাশাপাশি মিসর, বৈরুত ও পাকিস্তানের নামজাদা কয়েকটি প্রকাশনীর আরবি ও উর্দু বইপত্র পাওয়া যাবে মেলায়।
নানা আয়োজনে সমৃদ্ধ এই মেলায় নারীদের জন্যও থাকছে পৃথক একটি পর্ব। নারীরা যেন নির্বিঘ্নে বইমেলায় আসতে পারেন, তারা নিজেদের পছন্দের বইপত্র সাচ্ছন্দ্যে ক্রয় করতে পারেন সেজন্য রাখা হয়েছে ‘নারীপ্রহর’। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়টা শুধুমাত্র নারীদের জন্যই নির্দিষ্ট থাকবে। এছাড়া বাকি সময়টা সাধারণভাবে মেলায় আসতে পারবেন সকল শ্রেণির পাঠক।
যদিও মেলার মূল কার্যক্রম ১১ নভেম্বর শুরু হয়েছে, তবে এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয় বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায়। আয়োজকদের প্রত্যাশা, ইসলামি বইপাঠের নতুন জোয়ার সৃষ্টিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দেশের বিভিন্ন প্রান্তের ৬০টিরও বেশি অভিজাত প্রকাশনীর অংশগ্রহণে ময়মনসিংহের পাঠকসমাজে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বইমেলায় শিশু-কিশোর, গবেষক ও সাধারণ পাঠকের জন্য নানা ধরণের বইয়ের সমাহার থাকছে।
মেলার বিশেষ আয়োজনে ১৪ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে ‘আলোচনা ও নাশীদ সন্ধ্যা’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুর রাহমান হাফেজ্জী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহম্মেদ ও জেলা প্রশাসক মো. মুফিজুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মিজান ট্রাস্ট ও স্বাবলম্বীর চেয়ারম্যান অধ্যাপক মুফতি মুহিব্বুল্লাহ। আলোচনা শেষে জনপ্রিয় ইসলামী সংগীতশিল্পী আবু উবায়দা নাশীদ পরিবেশন করেন।
এছাড়া সীরাত গবেষণাকে জনপ্রিয় করতে ‘সীরাতকেন্দ্র’-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সীরাতচর্চা ও অঙ্কন কার্যক্রম। পাশাপাশি নারীদের বইপাঠে উৎসাহ দিতে প্রতিদিন নির্বাচিত ৫টি বেস্টসেলার বইয়ে ৫০% বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
আমার বার্তা/এল/এমই

