ই-পেপার শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৫, ১৭:৩৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের সব বিশ্ববিদ্যালয়কে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থী সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য পরিবেশবান্ধব বিকল্প নিশ্চিতের মাধ্যমে প্লাস্টিক দূষণ কমানো সম্ভব। বিশেষ করে মেয়েদের কাগজ, পাট বা কাপড়ের ব্যাগ তৈরির কাজে যুক্ত করার পরামর্শ দেন তিনি। তার মতে, সুবিধানির্ভর সংস্কৃতি থেকে বের হয়ে নতুন প্রজন্ম এগিয়ে এলে তা শুধু প্লাস্টিক দূষণ কমাবে না; বরং পাটসহ স্থানীয় শিল্প পুনরুজ্জীবিত করবে এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু চাটগাঁ বে ভিউতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আয়োজিত “টেকসই প্লাস্টিকমুক্ত সামুদ্রিক পরিবেশ” শীর্ষক ‘অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড ডিসেমিনেশন ক্যাম্পেইন’-এ প্রধান বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক থেকে টেকসই বিকল্পে যেতে সময়, পরিশ্রম ও ভোক্তাদের আচরণগত পরিবর্তন অপরিহার্য। বহু বছরের ভোক্তা-অভ্যাস রাতারাতি বদলানো সম্ভব নয়; তবে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো এবং অপ্রয়োজনীয় পণ্য বাদ দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক অঙ্গীকার নিতে হবে। তিনি উল্লেখ করেন, ভোক্তাদের প্লাস্টিক নির্ভরতা “সুবিধা” ও “ফ্রি” ধারণাজনিত ভুল বোঝাবুঝির ফল। বাস্তবে প্লাস্টিক উৎপাদনে শ্রম, বিদ্যুৎ, আমদানিকৃত যন্ত্র, কাঁচামালসহ নানা খরচ থাকে—যার গোপন মূল্য পরিবেশকেই দিতে হয়।

চার বছর মেয়াদি প্রকল্পের সফল বাস্তবায়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা প্রসঙ্গে উপদেষ্টা আয়োজকদের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বর্তমান পরিবেশশিক্ষা ভবিষ্যতের পরিবেশগত ফলাফল নির্ধারণ করবে। অতীত প্রজন্মের টেকসই জীবনধারার উদাহরণ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের সুফল শিক্ষার্থীদের জানানো জরুরি।

তিনি জানান, অধিকাংশ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর বিকল্প এখন পাওয়া যায়—যদিও ডিসপোজেবল কলমের মতো কিছু পণ্যের সম্পূর্ণ পরিবেশবান্ধব বিকল্প উন্নয়নাধীন। বাংলাদেশের সহজলভ্য পাট ও কাপড় দৈনন্দিন জীবনে প্লাস্টিকের কার্যকর বিকল্প হতে পারে। শিক্ষার্থীদের বিকল্প ব্যবহারে আগ্রহকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

বঙ্গোপসাগর বিশ্বের নবম সর্বাধিক প্লাস্টিকদূষিত সামুদ্রিক অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, এর মূল কারণ বাংলাদেশে অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার নয়; বরং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং উজান থেকে ভেসে আসা বর্জ্য। তিনি সতর্ক করে বলেন, পুনর্ব্যবহার (রিসাইক্লিং) জনপ্রিয় হলেও এটি জ্বালানি-নির্ভর ও রাসায়নিকভাবে জটিল; তাই প্লাস্টিক ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্য তৈরি এবং উৎপাদকদের দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।

তিনি আন্তর্জাতিকভাবে কার্যকর কয়েকটি উদ্যোগ—যেমন কেনাকাটার ব্যাগের জন্য বাধ্যতামূলক মূল্য, বোতলের ডিপোজিট-রিটার্ন ব্যবস্থা ও কঠোর নিয়ন্ত্রক নীতিমালা—বাংলাদেশে বাস্তবায়নযোগ্য বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশকে দ্রুত আধুনিকায়নের পথে এগোতে হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া ও কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। স্পেশাল গেস্ট ছিলেন চুয়েটের ডিন প্রফেসর ড. আসিফুল হক, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং চুয়েটের সিভিল প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ড. মো. রিয়াজ আকতার মল্লিক। অনুষ্ঠানের চিফ প্যাট্রন ছিলেন বাউহাউস-ইউনিভার্সিটাট ভাইমারের SCIP Plastics Project-এর পরিচালক প্রফেসর ড.-ইং. একহার্ড ক্রাফট। সেশনটি সভাপতিত্ব করেন প্রকল্পের সায়েন্টিফিক ডিরেক্টর প্রফেসর ড. ম. ফারজানা রহমান জুথি।

আমার বার্তা/এমই

নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি

আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের

হাসিনার রায় ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৭ নভেম্বর পলাতক সাবেক

ফ্যাসিস্ট আমলের প্লট বরাদ্দ বাতিলের প্রক্রিয়া চলছে: শিল্প উপদেষ্টা

নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়ে না তুললেই প্লট বাতিল করা হবে, সেই জায়গায় সুযোগ পাবেন

আজ থেকে সীমিত আকারে নতুন ইউনিফর্মে মাঠে নামছে পুলিশ

জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। সেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই ঘটনায় জাপা নেতা গ্রেপ্তার

সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন

ক্রসফায়ার-গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি

দিল্লিতে বসে হাসিনা জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছে: ফখরুল

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১৪তম কমিউনিকেশন সামিট

নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ জন

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার

আমাদের প্রকৃত শিক্ষা শিখতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

তারা গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে বোমা হামলা করে: এ্যানি

হাসিনার রায় ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

ফ্যাসিস্ট আমলের প্লট বরাদ্দ বাতিলের প্রক্রিয়া চলছে: শিল্প উপদেষ্টা

নির্বাচনে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ থেকে সীমিত আকারে নতুন ইউনিফর্মে মাঠে নামছে পুলিশ

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন ইউরোপীয় ইউনিয়নের