
ঘরোয়া ক্রিকেটে হার্ডহিটিং দিয়ে নজর কাড়েন হাবিবুর রহমান সোহান। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাফল্য পেয়েছেন তিনি। এবার বাংলাদেশ 'এ' দলের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন! রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে করেছেন সেঞ্চুরি। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সোহানের এমন তাণ্ডবে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
দোহাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে হংকং। জবাবে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ 'এ' দল।
১৬৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সোহান এবং জিশান আলম। বিশেষ করে সোহান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তার সামনে রীটিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হংকংয়ের বোলাররা!
দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। যেখানে মাত্র ১৪ বলে ফিফটি করেন সোহান।
সপ্তম ওভারে ২০ রান করে জিশান ফিরলে ভাঙে ১১১ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জাওয়াদ আবরার। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার স্বরূপ 'এ' দলে সুযোগ পেয়েছিলেন এই তরুণ ওপেনার। তবে প্রথমবার ব্যর্থ হলেন তিনি।
১২২ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ বাকি পথটা সহজেই পাড়ি দেয় সোহান-আকবর জুটিতে ভর করে। ১৪ বলে ফিফটি করা সোহান সেঞ্চুরি করেছেন ৩৫ বলে। যা দেশের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের দখলে। বিপিএলে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
সোহানের ঝোড়ো সেঞ্চুরির দিনে আরেক প্রান্তে টর্নেডো বইয়ে দেন আকবর। ১১তম ওভারে ৫ বলে টানা ছকা হাঁকিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। সবমিলিয়ে ১৩ বলে করেছেন অপরাজিত ৪১ রান।
আমার বার্তা/এমই

