নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি সোনার খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে শতাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন মতে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জামফারা রাজ্যের মারু অঞ্চলের কাদাউরি এলাকায় খনিতে খননকালে ধসের ঘটনা ঘটে। ওই সময় বহু স্থানীয় শ্রমিক খনির মধ্যে কাজ করছিলেন।
ধসের পর থেকে টানা উদ্ধারকাজ চলছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয় বলে জানান সানুসি আওয়াল নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবী।
ওই স্বেচ্ছাসেবী জানান, নিহতদের মধ্যে তার এক ভাইও রয়েছেন। তিনি বলেন, ‘ধসের সময় ভেতরে শতাধিক শ্রমিক ছিলেন। আমরা ভাগ্যবান যে কয়েকজন জীবিত বের হতে পেরেছি।
ধসের ঘটনা বেঁচে ফেরা এক চিকিৎসাধীন শ্রমিক ইসা সানি বলেন, ‘শতাধিক মানুষের মধ্যে আমরা কেবল ১৫ জন জীবিত বের হতে পেরেছি।’ জামফারা রাজ্যের খনি শ্রমিক সংগঠনের কর্মকর্তা মোহাম্মাদু ইসা জানান, ধ্বংসস্তূপ সরানোর সময় অনেক উদ্ধারকারী শ্বাসকষ্টে ভুগছেন।
আমার বার্তা/এল/এমই