ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শহিদুল ইসলাম (৪০) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী।
তিনি বলেন, শুক্রবার রাতে সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সরাইল থানাধীন শাহবাজপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির হেফাজত হতে ৯৪৫ পিস ইয়াবা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভা ৪নং ওয়ার্ড আমলাপাড়া মনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ধন মিয়ার ছেলে।
ওসি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমার বার্তা/মো. রিমন খান /এমই