শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ানাধীন ASSET প্রকল্পের আওতায় উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমকে বেগবান করতে ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় জামালপুর জেলার মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। কম্পিটিশনে চারটি ট্রেড যথাক্রমে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স,
অটো মোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিকস ও ফার্ম মেশিনারির ৩টি করে মোট ১২টি প্রজেক্ট স্টলে জায়গা পায়। সেখানে স্ব-স্ব ট্রেডের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে একযুগে প্রতিটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এ আয়োজন চলছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মো: কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মূল্যায়ন কর্মকর্তা মাজেদা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির একাডেমিক ইনচার্জ মোঃ নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানগণ, ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো পরিদর্শন করে মূল্যায়ন ও সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, অত্র টেকনিক্যাল স্কুল ও কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের হাতে কলমে কারিগরি শিক্ষা প্রদান করা হয়। ‘কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে’ এ স্লোগানে কারিগরি শিক্ষা পরিবার প্রতিজ্ঞাবদ্ধ। ASSET প্রকল্পের আওতায় উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।