ই-পেপার রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবি

আমার বার্তা অনলাইন
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১

ঢাকা কলেজসহ রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, খসড়ায় একাধিক অসংগতি রয়েছে যা শিক্ষার্থীদের স্বাতন্ত্র্য, ঐতিহ্য ও অ্যাকাডেমিক উন্নতির জন্য অনুপযোগী ও অযৌক্তিক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা কলেজে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত কলেজের স্বায়ত্তশাসন রক্ষা ও শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডে অক্সফোর্ড মডেলের মতো একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

সেখানে কলেজগুলোর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা, নিজস্ব গভর্নিং বডি ও সম্পদ নিশ্চিত করার দাবি জানানো হয়।

উপস্থিত শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন একসময় গুটিকয়েক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়। তাদের অতিউগ্রতা ও অশোভন আচরণ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করেছে, ফলে সাধারণ ছাত্র, নারী শিক্ষার্থী এমনকি শিক্ষকরাও মানসিক হেনস্তার শিকার হয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে ২৪ থেকে ২৬ বার আলোচনা হলেও কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের মতামত গ্রহণ করা হয়নি।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী পিয়াস আহমেদ আলিফ বলেন, খসড়ায় ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা চালু করার প্রস্তাব রয়েছে, যা শতবর্ষের নারী-অগ্রাধিকার কমাবে। খসড়ায় ধর্মভিত্তিক বিষয়– ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজসহ একাধিক বিভাগ বাদ দেওয়াকে তারা ‘ধর্মবিদ্বেষী মনোভাব’ হিসেবে উল্লেখ করেছেন।

এই শিক্ষার্থী বলেন, ইন্টারমিডিয়েট স্তরের ভবিষ্যৎ, অ্যালামনাই পরিচয়, ক্যাম্পাস ও হল ব্যবহারের অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাংঘর্ষিক ফ্যাসিলিটি ব্যবহারের সমাধান খসড়ায় নেই। তারা মনে করছেন, এতে প্রায় দুই শত বছরের ইতিহাস-ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা চলছে।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশকিছু দাবিও তুলে ধরা হয়। সেগুলো হচ্ছে—

১. বিশ্ববিদ্যালয় গঠনের ব্যাপারে সাত কলেজের সব শিক্ষক, ছাত্র, অ্যালামনাই ও কর্মচারীদের সরাসরি আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে।

২. প্রহসনমূলক ই-মেইলের মাধ্যমে মতামত গ্রহণ নয়, বরং খোলামেলা আলোচনায় বসতে হবে।

৩. কমিশন গঠন করে সময়োপযোগী ও টেকসই আইন প্রণয়ন করতে হবে।

এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ

দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের সব পরীক্ষা স্থগিত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন উৎসব উপলক্ষে আগামী ১২ দিনের জন্য সব পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম চালিকাশক্তি বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং মেশিন লার্নিংকে সামনে

দক্ষিণ কোরিয়ায় বাকৃবি উপাচার্যের আন্তর্জাতিক কর্মশালায় যোগদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া দক্ষিণ কোরিয়ায় আয়োজিত

শাবিপ্রবিতে ২০ জন আজীবন বহিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কঠোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বাউশিয়ায় দুস্থদের সহায়তা দিলেন কামরুজ্জামান রতন

আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের, বিএনপির সংস্কারের: সালাউদ্দিন

পিবিসির মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, ক্ষমতাচ্যুত করেন: ধর্ম উপদেষ্টা

ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না: রিজভী

জলাতঙ্ক রোগ নিয়ে সচেতনতা বাড়াতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান

তামিম-বুলবুলসহ তিন ক্যাটাগরিতে মনোনয়ন নিলেন ৬০ জন

শেখ হাসিনার অধীনে পরপর ৩টি নির্বাচনেই জাতীয় পার্টিকে অংশ নিতে বাধ্য করা হয়েছে

সেন্টমার্টিনে পর্যটন বন্ধ করা হয়নি, পরিবেশ রক্ষায় নিয়ন্ত্রণ করা হয়েছে

সরাইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের ২৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদযাপন কমিটির সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত: মুহাম্মদ তাহের

ই-রিটার্ন ব্যবহারের মাধ্যমে আয়কর প্রদানে এগিয়ে আসার আহ্বান ঢাকা চেম্বার সভাপতির

মুসলিম পর্যটকদের জন্য জাপানের শপিংমলে আলাদা নামাজ কক্ষ

বিসিএস ২২ ব্যাচ ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক

সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল যশোর