সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (সেরাজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল শেখ। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন রোমান আলিফ এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন মো. আরিফুল ইসলাম রানা।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন — ফয়সাল ইসলাম মারুফ, সৌমিক রেজওয়ান সিয়াম, জাকারিয়া মেহরাব, মো. আরমান হোসেন, মিনাল আহমেদ ঈদুল, নাজমুল হক মেহেদী, মো. ওবায়দুল্লাহ, নাহিদুর রহমান, বিশাল কুমার সাহা, মনিরুল ইসলাম মনির, আকরাম হোসেন, মো. রাকিব হাসান, মো. মারুফ, আশিকুর রহমান, মো. ইলিয়াছ ও আতিকুর রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন — মনি খাতুন, সিয়াম হোসেন, টি এম শাকিল হায়দার, আবিদুর রহমান আবিদ, মো. মোবারক হোসেন, আবির হোসেন এবং মো. রুবেল আলী।
মোট ২৬ জনকে অন্তর্ভুক্ত করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।