মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যটাস দিয়ে এমরান মাহমুদ শাহরিয়া (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) সকাল ভেলা আজিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটে গলায় গামছা দিয়ে ফাস লাগানো অবস্থায় দেখে,স্হানীয় লোকজন তার আত্মীয় স্বজন ও পুলিশকে খবর দেন।তারপর পুলিশ ঘটনাস্হলে হাজির হয়ে লাশ উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
আত্মহত্যা করার আগে, নিজের ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন, "কারো সাথে কোনো ভূল করলে মাফ করবেন কারো মনে কস্ট দিয়ে থাকলে মাফ করবেন। অনেকের কাছে ঋণী আছি, আমার বাবার সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন, না হলে মাফ করবেন তা-ও না হলে হিসাবের দিন দিয়ে দিবো ঐখানে নিয়ে নিবেন। আমার মৃত্যু টা আমার ভূলের কারনে কাউকে কোনো দূষি বানাবো না, শুধু ঐটাই বলবো প্রিয় জনের অবহেলায় আর পরিবারের অবহেলায় আজ আমি নাই পৃথিবীতে,Bondu bandob shobar kase maf chai solafirat kunu bul oile maf korio"
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রথমে এই আত্মহত্যাটি সন্দেহ হয়।পরে সিসি ফুটেজ দেখে মনে হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।