তরুণদের মানবিকতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করার প্রত্যয়ে প্রথম আলো বন্ধুসভা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ইউনিটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুর তিনটায় রাজধানীর গ্রীন রোডে সোনারগাঁও ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই উদ্ভাবনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মোঃ আল-আমিন মোল্লা।
বন্ধুসভার কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাফর সাদিক, সভাপতি; ফরহাদ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক; মুহাম্মদ আলী ফিরজয়, সহ-সভাপতি; জাবের সুলতানা পিয়াস, হেড অব ডিজিটাল, প্রথম আলো; হাসান মাহমুদ সম্রাট, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা এবং আসফাকুর জামান, সক্রিয় সংগঠক ও প্রতিনিধি, বন্ধুসভা।
আহ্বায়ক কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুর রহমান ও ইন্দর কুমার জিদুয়ার। ১৫ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক শাহারিয়া আহমেদ নয়ন এবং সদস্য সচিব আলী আজগর ইশতিয়াক। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মারজিয়া আক্তার অনন্যা ও মোহাম্মদ জুবায়ের তূর্য। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রবিউল ইসলাম, তিন্নি খাতুন, ফাতেমা আক্তার তিশা, কাবেরী চক্রবর্তী, মোসাম্মদ আফা আক্তার, এস এম জাহাঙ্গীর আদিল, নুজহাত নাসিম, আলিফ মিয়া, শাহাদাত হোসেন মেসায়েদ, জাকির হোসেন এবং মুশফিকুর রহমান মিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্ধুসভা কেবলমাত্র একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশের একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের নানা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে এবং নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করতে পারবে।
আহ্বায়ক শাহারিয়া আহমেদ নয়ন বলেন, আজকের এই দিনটি শুধু একটি উদ্ভাবনী অনুষ্ঠান নয়, এটি আমাদের স্বপ্নের বীজ বপনের দিন। বন্ধুসভা সোনারগাঁও ইউনিটের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা নিয়েছি। এছাড়া পাঠচক্র, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদানের নেটওয়ার্ক তৈরিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি। নতুন বন্ধু সংগ্রহের কার্যক্রমও ইতিমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতি দায়বদ্ধ, মানবিক এবং নেতৃত্বগুণে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক। বন্ধুসভা হবে সেই আদর্শিক প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজেদের আলাদা করে চিনে নিতে পারবে।”
আমার বার্তা/জামিল হোসেন/জেএইচ