রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার (৩ আগস্ট) সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খাগড়াছড়ির দীঘিনালায় অবস্থিত দ্বিতীয় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকা ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়েছে। সড়কে বড় বড় মাটির স্তুপ জমে যাওয়ায় ছোট-বড় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানান, অব্যাহত ভারী বর্ষণের ফলে সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। সড়ক বিভাগের কর্মীদের ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মাটি অপসারণের কাজ শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হবে।
আমার বার্তা/এল/এমই