ই-পেপার রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

আমার বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৫, ১১:০৯

ইউক্রেনে রুশ ড্রোন হামলার নতুন রেকর্ড হয়েছে সদ্য সমাপ্ত জুলাই মাসে। রাশিয়া এই মাসে ইউক্রেনের ওপর ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২২ সালে দেশটিতে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ।

বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, এই ড্রোন হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ঘরবাড়ি, একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাম্বুলেন্সসহ বহু বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিমান বাহিনীর প্রকাশিত তথ্য বলছে— গত জুলাইয়ে রাশিয়া ৬ হাজার ২৯৭টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে, যা জুন মাসের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। অন্যদিকে কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত মাসে রাশিয়া ৬ হাজার ১২৯টি শাহেদ ড্রোন ছুড়েছে, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ১৪ গুণ বেশি। তখন রাশিয়া এই ধরনের ড্রোন মাত্র ৪২৩টি ব্যবহার করেছিল।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, প্রকৃত ড্রোন হামলার সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ হিসাবগুলো অনুমানভিত্তিক।

আল জাজিরা বলছে, শুধু গত ৯ জুলাই রাতেই রাশিয়া ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ৭৪১টি ড্রোন ও ডিকয় ছুড়ে, যা গত বছরের পুরো জুলাই মাসের চেয়ে বেশি। ওই দিনের হামলায় ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খেরসন অঞ্চলে অন্তত আটজন নিহত হন, যদিও ইউক্রেনীয় বাহিনী সেদিনের ১০টি ছাড়া সব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।

৯ জুলাইয়ের হামলার আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার প্রশাসন ইউক্রেনকে আরও “প্রতিরক্ষামূলক অস্ত্র” সরবরাহ করবে। এর কিছুদিন আগেই পেন্টাগন অস্ত্রের স্বল্পতা দেখিয়ে কিছু অস্ত্র ডেলিভারি বন্ধ রেখেছিল।

ট্রাম্প বলেন, “তাদের নিজেদের রক্ষার সামর্থ্য থাকতে হবে”। ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক রেথিয়ন কোম্পানির তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থায়ন করবে বলেও জানান তিনি।

এমন অবস্থায় জুলাইয়ের শেষ দিন পর্যন্ত রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে। গত ৩১ জুলাই কিয়েভে চালানো এক হামলায় অন্তত ৩১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচ শিশু ছিল। আহত হন আরও ১৫৯ জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওই হামলায় রাশিয়া ৩০০টিরও বেশি ড্রোন এবং আটটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এএফপির বরাত দিয়ে জানানো হয়েছে, জুলাইয়ে রাশিয়া ইউক্রেনে ১৯৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ২০২৪ সালের জুন ছাড়া সেই বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি।

কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, জুন মাসে রাশিয়া মোট ৫ হাজার ৩৩৭টি ড্রোন ছুড়েছিল, যা জুলাইয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে গত ৯ জুন একদিনেই ছোড়া হয় ৪৭৯টি ড্রোন— যে সময়ের ঠিক আগে ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ বন্দি বিনিময়ে সম্মত হয়।

চলতি মাসে তুরস্কে শান্তি আলোচনা চললেও এখন পর্যন্ত স্থায়ী অস্ত্রবিরতিতে পৌঁছানো যায়নি। এদিকে ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া ও তার পণ্য আমদানিকারক দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আমার বার্তা/জেএইচ

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় লাখো মানুষের বিক্ষোভ

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছানো যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় শান্তি চুক্তি কার্যকর ও ত্রাণ সরবরাহের দাবিতে প্রবল বৃষ্টি

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস

ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, একটি

জাতিসংঘের বেশিরভাগ রিপোর্টই কেউ পড়ে না জানালো জাতিসংঘ

জাতিসংঘ বছরে ১ হাজারের বেশি রিপোর্ট প্রকাশ করে। কিন্তু এর বেশিরভাগই খুব একটা পড়া হয়

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা কানাডার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অস্ট্রেলিয়ায় লাখো মানুষের বিক্ষোভ

রাঙামাটি-বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ

শাহবাগে সমাবেশের মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা

গণ-অভ্যুত্থানের পর ইতিবাচক রাজনীতি প্রচলন করেছে ছাত্রদল: নাছির

শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: অ্যাটর্নি জেনারেল

তেজগাঁওয়ে নাবিস্কো মোড়ে বিদেশি পিস্তলসহ আটক ২

বন্ধু দিবসে ‘উড়াল’ সিনেমার একটি টিকিট কিনলে আরেকটি ‘ফ্রি’

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থী-জনতার সংহতি

দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৬৫৮ কোটি টাকা

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস

পরমাণু বিজ্ঞানী অধ্যাপক শমসের আলী মারা গেছেন

শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত প্রধান অভিযোগগুলো

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

আজ রাজধানীতে ছাত্রদল ও এনসিপির সমাবেশ

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার যাত্রা শুরু

জাতিসংঘের বেশিরভাগ রিপোর্টই কেউ পড়ে না জানালো জাতিসংঘ

আজ বিশ্ব বন্ধু দিবস

কর্মদিবসে সমাবেশ, সকাল থেকেই রাজধানীজুড়ে তীব্র যানজট

দেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার বাজারদর

আজ নির্বাচন কমিশনে যাবে এনসিপি