আগামী মাসেই মাঠে গড়াবে এশিয়া কাপের খেলা। আসন্ন এ টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে ডাচদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক লিটন দাস।
নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে শক্তিশালী একাদশ নিয়েই। টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখদের পাশাপাশি আজ একাদশে আছেন সাইফ হাসান। সবশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশে থাকা শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ নেই আজ।
এই ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর বাংলাদেশ দলের হয়ে মাঠে নামছেন সাইফ হাসান। ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিডামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), শরিজ আহমাদ, নোহা ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগল, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন ও ড্যানিয়েল ডোরাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মো. সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আমার বার্তা/এমই