মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নে (শিক্ষা ঐক্য প্রগতি স্লোগানে) ইউনিয়ন ছাত্রদল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া ইউনিয়ন ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি, সালমান রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রদল, আহবায়ক হারুন অর রশিদ সরদার, প্রধান বক্তা ছিলেন যুবদল যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি মাহদী ইসলাম বাবু, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নাদিম মাহমুদ অপু, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, ফয়সাল মুন্না, গজারিয়া ইউনিয়ন সাবেক ছাত্রদল সহ-সভাপতি, আব্দুল্লা আল মামুন,বাউসিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক , কাউছার সরকার, ইমামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুমবাগ, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি নোমান বিল্লা বাবু, গজারিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,বাউশিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শহিদ জিয়া, ইমামপুর ইউনিয়ন, ছাত্রদল সভাপতি, রমজান প্রধান, ছাত্রদল নেতা সানজিদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গজারিয়া ইউনিয়ন ছাত্রদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই