গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল, জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার দুপুর ১২ টার দিকে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের ছয়আনী বাজারে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অফিসের আসবাবপত্র ভেঙ্গে ফেলে।
পরে বিক্ষোভ মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নগরজলফৈ বাইপাস অবরোধ করে অধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে প্রায় আধাঘণ্টা অবস্থান করে তারা।
এ সময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেয়। গণঅধিকার পরিষদ ও এনসিপি নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
এ সময় নেতাকর্মীরা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
আমার বার্তা/এল/এমই