বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় প্রথম বারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। একটিতে শেখ হাসিনাসহ ১৭ এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ গুমের অভিযোগে ২ টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১ টি সহ মোট ৩ টি ফরমাল চার্জ দাখিল হয়েছে।
এক. গুমের (টিএফআই)ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।
দুই. গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।
তিন. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ আনা হয়েছে।
এর আগে ৬ অক্টোবর গুমের মামলার সবশেষ পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, খুব সহসাই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি অনেক গুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।
তদন্ত শেষ হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু জটিল (কমপ্লেক্স) মামলা সে জন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তে রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন।
সেখানে কি প্রধান আসামি শেখ হাসিনা এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, বাকিটুকু দেখতে পাবেন।
আমার বার্তা/জেএইচ