ই-পেপার মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

৩ স্তরের খামে প্রবাসীদের ভোটের গোপনীয়তা রক্ষা সম্ভব: ফয়েজ আহমদ

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩০

প্রবাসীদের ভোটের গোপনীয়তা রক্ষায় ডাক বিভাগের ‘থ্রি এনভেলপ সিস্টেম’ বা তিন স্তরের খাম পদ্ধতি কার্যকরভাবে ব্যবহার করা হলে কোনো ধরনের তথ্যফাঁস বা অনিয়মের আশঙ্কা থাকবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (৮ অক্টোবর) আগারগাঁও ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের ভোটের গোপনীয়তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘থ্রি এনভেলপ সিস্টেম’ (তিন খাম পদ্ধতি) অনুসরণ করলে পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্ভব। প্রথম খামটি ব্যবহার করবে ডাক বিভাগ, দ্বিতীয়টি দূতাবাস এবং তৃতীয়টি থাকবে ভোটের ব্যালট হিসেবে।

তিনি বলেন, ডাক বিভাগকে আধুনিক ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপ দিতে একটি ডিজিটাল ঠিকানা ব্যবস্থাপনা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় শহর ও গ্রামের বাড়িঘরের জন্য আলাদা করে এরিয়া কোড, স্ট্রিট কোড ও হাউস কোড নির্ধারণ করা হবে। বর্তমানে শহরের বাড়িঘরে নাম্বার থাকলেও তা এলোমেলো এবং অগোছালো। গ্রামের ক্ষেত্রে তো এখনো সুনির্দিষ্ট নম্বর ব্যবস্থা নেই। আধুনিক ঠিকানা ব্যবস্থার মাধ্যমে আমরা দেশব্যাপী একটি ডিজিটাল ম্যাপিং করতে চাই। এতে শুধু ডাক নয়, ই–কমার্স ও আর্থিক সেবাগুলোরও কার্যকারিতা বাড়বে।

ফয়েজ তৈয়্যব জানান, যুক্তরাষ্ট্রের মডেল অনুসরণে প্রতিবছর অটোমেটিক ডিজিটাল অ্যাড্রেস ইনভেন্টরি প্রকাশ করা হয়। বাংলাদেশও ধীরে ধীরে সেই পথে এগোবে, তবে বিদেশি মডেল ‘কপি–পেস্ট’ নয়— বরং দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হবে।

তিনি আরও বলেন, আমরা পাইলট পর্যায়ে শহর ও গ্রামীণ দুই জায়গাতেই কাজ শুরু করব। শহরে জিও–ফেন্সিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ঠিকানার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা হবে। গ্রামে প্রতিটি বাড়ি নয়, বরং কয়েকটি বাড়িকে একত্রে ‘বিট ম্যাপ’ আকারে চিহ্নিত করা হবে।

ডাক বিভাগের আস্থা ও জনপ্রিয়তা ফিরে আনার বিষয়ে ফয়েজ তৈয়্যব বলেন, একসময় মানুষ ডাক বিভাগে নির্ভরশীল ছিল, এখন কুরিয়ার সার্ভিসে ঝুঁকেছে। আমরা আবারও সেই আস্থা ফিরিয়ে আনতে চাই। এজন্য সেবার মান, ট্র্যাকিং ও ডিজিটাল সিস্টেমে জোর দেওয়া হচ্ছে।

ডাক জীবনবীমা প্রসঙ্গে তিনি বলেন, ডাক জীবনবীমা বহু বছর ধরে চালু আছে। এখন আমরা এটাকে নতুনভাবে প্রমোট করতে চাই। কারণ, সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে প্রিমিয়াম কালেক্ট করা হলেও সেটেলমেন্ট না হওয়ার ঝুঁকি নেই। ডাক বিভাগের কাছে মানুষের ঠিকানার ঐতিহাসিক জ্ঞান ও আস্থা আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান ও মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন।

আমার বার্তা/এমই

জাতীয় রূপান্তরে বিএনসিসিকে সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদী

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

বকেয়া পরিশোধ না করায় আজ মঙ্গলবার থেকে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি ছিল। তবে বাংলাদেশের

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে

যানবাহনে আগুন দেওয়া প্রতিরোধে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও সাড়ে তিন মাস

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির ষড়যন্ত্রে ১৩ তারিখ আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: শফিকুর রহমান

আ.লীগকে আর এদেশের মানুষ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

জাতীয় রূপান্তরে বিএনসিসিকে সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান

সংবিধান অনুযায়ী গণভোট না হলে ২৯ সালে সংসদ নির্বাচন: আযাদ

ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

বিপিএলের নিলামে কেমন হচ্ছে দেশি-বিদেশি ক্রিকেটারদের মূল্য

আলোচনার পথ সরকারই বন্ধ করেছে, গণভোটের লড়াই অবশ্যম্ভাবী

চবিতে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বগির দাবিতে গণস্বাক্ষর

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও সাড়ে তিন মাস

সংসদ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে

যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে: হাসনাত

মাদ্রাসাগুলোর নতুন করে পাঠদান অনুমোদন দেওয়া হচ্ছে

পল্টন মোড়ে দলে দলে যোগ দিয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা

বেতন কাঠামোর ১১তম গ্রেড আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

আ.লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে: প্রেস সচিব