ই-পেপার সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

স্বাস্থ্যখাত সংস্কারের গতি যেন হারিয়ে না যায়: ড. হোসেন জিল্লুর

আমার বার্তা অনলাইন:
০৩ আগস্ট ২০২৫, ১৯:১৬
বক্তব্য দিচ্ছেন ড. হোসেন জিল্লুর রহমান।

স্বাস্থ্যখাত সংস্কারের যে গতি তৈরি হয়েছে তা যেন হারিয়ে না যায় বলে আহ্বান জানিয়েছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

রোববার (০৩ আগস্ট) রাজধানীর সিরডাপের অডিটোরিয়ামে পিপিআরসি, ইউএইচসি ফোরাম ও ইউনিসেফ-এর যৌথ আয়োজনে ‘সংস্কারের সন্ধিক্ষণে স্বাস্থ্যখাত: দ্রুত বাস্তবায়ন ও জবাবদিহিতা’ দাবিতে অনুষ্ঠিত নীতিগত সংলাপ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এতে জনস্বাস্থ্য, নীতিগত গবেষণা, প্রাক্তন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞগণ অংশ নেন।

ড. হোসেন জিল্লুর রহমান আলোচনা পর্বের সূচনা বক্তব্যে বলেন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন (এইচএসআরসি) একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করলেও, দৃশ্যমান অগ্রগতির অনুপস্থিতি আবারও অতীতের মতো গুরুত্বপূর্ণ নীতি পরামর্শ উপেক্ষিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে।

তিনি জোর দিয়ে বলেন, মূল লক্ষ্য হওয়া উচিত স্বাস্থ্যখাত সংস্কারের যে গতি তৈরি হয়েছে তা যেন হারিয়ে না যায় এবং বাস্তবভিত্তিক অগ্রাধিকারগুলো দ্রুত চিহ্নিত ও বাস্তবায়িত হয়। আহ্বানটি ছিল স্পষ্ট সংস্কার কেবল কল্পনা নয়, এটিকে বাস্তবে রূপ দিতে হবে।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ড. আমিনুল হাসান, ড. ফিদা মেহরান, অধ্যাপক এম এ ফয়েজ, ড. সৈয়দ লিয়াকত আলী, ড. সৈয়দ আকরাম হোসেন, ড. সৈয়দ আবদুল হামিদ, ড. জাকির হোসেন, ড. সৈয়দ রুবায়েত, ড. আবুল কালাম আজাদ, ড. মোশতাক হোসেন, সাংবাদিক শিশির মোরল, ড. মহিবুল্লাহ, শায়লা পারভিন, ড. সাইহা মারজিয়া, ড. ইমরান আহমেদ চৌধুরী, আবদুল হাকিম মজুমদার ও শাদাব মাহমুদ।

আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হন যে, এইচএসআরসি-এর প্রতিবেদন দাখিল একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলেও, গত তিন মাসে তা বাস্তবায়নে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যায়নি। বর্তমানে যেসব কার্যক্রম চলছে তা মূলত খাতের টেকসই উন্নয়নের দিকে মনোযোগী, কিন্তু কাঠামোগত সংস্কারের বিষয়গুলো এখনো উপেক্ষিত।

তারা আরও বলেন, একটি সুস্পষ্ট ট্রানজিশন প্ল্যান এবং একটি সময়সীমাবদ্ধ ও ক্ষমতাসম্পন্ন স্বাস্থ্য সংস্কার টাস্কফোর্স গঠন জরুরি, যা আইনি, আর্থিক এবং প্রাতিষ্ঠানিক স্তরে এইচএসআরসি সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে। এই টাস্কফোর্স হবে দৃষ্টিভঙ্গি ও বাস্তবতার মাঝে সংযোগের সেতুবন্ধন।

বক্তাদের আলোচনায় আরও উঠে আসে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ, প্রতিষ্ঠানগত দায়িত্বে দ্বৈততা, জরুরি চিকিৎসা ব্যবস্থার ঘাটতি, জাতীয় স্বাস্থ্য অর্থায়ন কৌশলের অনুপস্থিতি এবং স্বাস্থ্যখাতে সরকারি বাজেট বরাদ্দের ঘাটতি। সমতাভিত্তিক সেবা দেওয়া, প্রজনন স্বাস্থ্য, চিকিৎসা দেওয়াকারীদের নিরাপত্তা এবং স্বাস্থ্য-সচেতনতা বাড়াকে গুরুত্ব দিতে হবে।

প্রকৃত সংস্কার কেবল কারিগরি দক্ষতার বিষয় নয়, এটি শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব এবং প্রতিশ্রুতিরও দাবি রাখে। রাজনৈতিক মালিকানা ও যথাযথ বাজেট বরাদ্দ ছাড়া ভালো পরিকল্পনাগুলোও থমকে যাওয়ার ঝুঁকিতে থাকে। অংশগ্রহণকারীরা একটি নাগরিক সমাজভিত্তিক সংস্কার প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তার পাশাপাশি ধারাবাহিক যোগাযোগ রক্ষার ওপরও জোর দেন, যাতে করে সংস্কার প্রক্রিয়ার গতি অব্যাহত রাখা যায় এবং জবাবদিহিতা নিশ্চিত হয়।

সমাপনী বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান জাতীয় রূপান্তরের ফ্রেমওয়ার্ক হিসেবে উদ্ভাবিত জুলাই চার্টারে স্বাস্থ্যখাত সংস্কারে সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি দুটি সমান্তরাল পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান, একদিকে অগ্রাধিকার খাতে কার্যকর পদক্ষেপ, অন্যদিকে বৃহত্তর জনসচেতনতা এবং রাজনৈতিক সমর্থন তৈরির জন্য জোরালো অ্যাডভোকেসি।

আলোচনার শেষ ভাগে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে, পর্যালোচনার সময়সীমা দ্রুত শেষ হচ্ছে এবং গুণগত, সমতাভিত্তিক ও জবাবদিহিমূলক স্বাস্থ্যখাতের জন্য একটি সমন্বিত, বহু-পক্ষীয় প্রয়াস এখন অত্যাবশ্যক।

আমার বার্তা/এমই

কুকুর বিড়ালের আঁচড়ে দ্রুত চিকিৎসার অভাবে যেসব রোগ হতে পারে

আমারা সবাই বাড়িতে কুকুর বা বিড়াল পুষে থাকি। অনেকেই ভাবেন, কুকুর বা বিড়াল আঁচড় দিলে

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে ৫ হাজার

বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণার পর গত এক মাস ধরে কিছুটা কমতে শুরু করেছে আক্রান্ত রোগীর

জেনে নিন দাঁতের মাড়িতে লুকিয়ে থাকা ক্যানসারের লক্ষণগুলো

দাঁতের মাড়িতে ক্যানসারের (যাকে জিঞ্জাইভাল ক্যানসার বা মাড়ির ক্যানসার বলা হয়) সাধারণত মুখগহ্বরের ক্যানসারের একটি

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৮জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৭৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বাংলাদেশে টিকতে পারবে না: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসায়’ কঠিন শর্ত মিশরের

সরকার টেকসই ও সবুজ পর্যটনকে অগ্রাধিকার দিচ্ছে: শিল্প উপদেষ্টা

মুরাদনগরে মাফিয়া শাসন কায়েম করছেন আসিফ মাহমুদ: নাসির উদ্দিন

বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে নির্বাচনের আচরণ বিধিমালা: ইসি সচিব

৪৮তম বিশেষ বিসিএসের ৩য় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে কলকাতায় এক ব্যক্তির আত্মহত্যা

হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা: ইমরান

কুকুর বিড়ালের আঁচড়ে দ্রুত চিকিৎসার অভাবে যেসব রোগ হতে পারে

বাংলাদেশিদের জন্য খুলল উজবেকিস্তানের ই-ভিসা

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে মঙ্গলবার

ডাব গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

বিয়াম-এর ১ম কেন্দ্রীয় কাউন্সিল এন্ড লিডারশিপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

সেপ্টেম্বরের মধ্যে ১৬৫ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু হবে

পাবলিক স্পেসগুলো দখলমুক্ত করবো: ডিএনসিসি প্রশাসক

মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত রুই-কাতলা এখনো ধরা পড়ছে না