
ছোট পর্দার এ সময়কার অন্যতম সেরা অভিনেত্রী তাসনিয়া ফারিণ বড় পর্দায় ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হচ্ছেন—এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক কৌতূহল। ক্যারিয়ারের শুরু থেকেই স্বাভাবিক অভিনয়, অভিব্যক্তির গভীরতা এবং পর্দায় আলাদা উপস্থিতির কারণে দ্রুতই ফারিণ জায়গা করে নেন দর্শকের মনে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ঢালিউডে রাজত্ব করছেন শাকিব খান। জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর শাকিবের নায়িকা হওয়ার পর থেকেই ভক্তদের নতুন আগ্রহ—কবে দেখা যাবে ফারিণকে শাকিবের বিপরীতে? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে এলো অফিসিয়াল ঘোষণা।
দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবার জুটি বাঁধছেন তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণের সঙ্গে। আবু হায়াত মাহমুদ পরিচালিত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’–তে নায়িকা হিসেবে ফারিণকে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে চুক্তিপত্রে সইও করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি।
প্রযোজক জানান, দীর্ঘদিন ধরে ‘প্রিন্স’-এর গল্প, নির্মাণ পরিকল্পনা ও চরিত্র নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। সব বিবেচনা শেষে তারা মনে করেছেন—শাকিব খানের বিপরীতে সবচেয়ে উপযুক্ত মুখ ফারিণই। প্রযোজকের ভাষায়, “ফারিণ এখন সময়ের অন্যতম সম্ভাবনাময় শিল্পী। চরিত্রটির সঙ্গে তার পর্দা উপস্থিতি ও অভিনয়ের সক্ষমতা দারুণভাবে মিলবে। তাই তাকেই চূড়ান্ত করা হয়েছে।”
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “‘প্রিন্স’ একটি বাণিজ্যিক ঘরানার অ্যাকশন–ড্রামা। এখানে শাকিব খানকে দেখা যাবে নতুন এক রূপে। ফিমেল লিডের জন্য এমন একজন অভিনেত্রী প্রয়োজন ছিল, যিনি অভিনয় দক্ষতা ও আধুনিক উপস্থিতি দিয়ে চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলতে পারবেন। সেই জায়গায় তাসনিয়া ফারিণ নিঃসন্দেহে এগিয়ে।”
আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। ঢাকার পাশাপাশি দেশের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। পুরো টিম এখন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে।
ফারিণের যুক্ত হওয়া ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ছোট পর্দা, বিজ্ঞাপন ও ওয়েব কন্টেন্ট—সব ক্ষেত্রেই সমান দক্ষতায় কাজ করে তিনি ইতোমধ্যে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘সিন্ডিকেট’ এবং ‘অসময়’–এ দারুণ অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন।
এছাড়া সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত শরীফুল রাজের সঙ্গে ‘ইনসাফ’ ছবিতে তিনি পুলিশ ক্যাডারের কর্মকর্তা চরিত্রে অভিনয় করে আবারও নজর কেড়েছেন। সংযম, শক্ত অভিনয় এবং চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার সামর্থ্য—সব মিলিয়ে ফারিণ এই চলচ্চিত্রেও প্রমাণ করেছেন তার বহুমুখিতা।
অভিনয়ের পাশাপাশি তিনি গানেও মুগ্ধতা ছড়ান—তার কণ্ঠে বিভিন্ন প্রকল্পে অংশ নেওয়া গান ও সংগীতভিত্তিক পারফরম্যান্স ইতোমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়েছে। নানামুখী প্রতিভার কারণেই ফারিণকে বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে আলাদা করে দেখা হয়।
প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, ‘প্রিন্স’ মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। শাকিব খান ও তাসনিয়া ফারিণের এই নতুন জুটি দর্শকদের কতটা চমক উপহার দিতে পারে—সেটাই এখন আগ্রহের বিষয়।
আমার বার্তা/এমই

