ই-পেপার মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

ফ্যাসিস্টদের বিচারে ইবিতে বিএনপি ও জামায়াতের ঐক্য

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:
১১ নভেম্বর ২০২৫, ১২:৪৬

বিগত জুলাই অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী ফ্যাসিস্টদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঐক্য গড়ে উঠেছে। গতকাল রোববার (০৯ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে এক বৈঠকে ঐক্য গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তাদেরকে যথাযোগ্য শাস্তির দাবিতে সম্প্রতি ঐক্য গড়ে তুলেছেন তারা।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব অধ্যাপক এ এস এম শরফরাজ নেওয়াজ, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, ইউট্যাবের যুগ্ম সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম , জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বারী ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঁঝি উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা এই মর্মে একমত হন যে, বিগত জুলাই অভ্যুত্থানবিরোধী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে তারা সকলে ঐক্যমত পোষণ করেন৷ তবে এক্ষেত্রে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় তাদের সকলের স্বাক্ষর সম্বলিত একটি রেজুলেশন উপাচার্য সংরক্ষণ করেন বলেও জানা গেছে।

এবিষয়ে সাদা দলের সদস্য সচিব অধ্যাপক এ এস এম শরফরাজ নেওয়াজ বলেন, আমরা বিচার বা শাস্তির আগে আরেকটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছি। যে অভিযোগটি আসছে, রাঘববোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটিদের শাস্তি দেওয়া হচ্ছে। সেটি পুনরায় খতিয়ে দেখতে হবে। এছাড়া চলমান শাস্তি নির্ধারণের কমিটির কার্যক্রমও চলমান থাকবে। এছাড়া এই কমিটি গঠনে কয়েকজনের নাম প্রস্তাবও করেছি।

এদিকে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান বলেন, উপাচার্য আমাদেরকে ডেকেছিল। আমরা মিটিংয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত রিভিউ করার জন্য একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছি।

এর আগে জুলাই-আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ভূমিকায় অবতীর্ণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে গত ১৫ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন৷ পরে প্রত্যক্ষদর্শীকর্তৃক প্রদত্ত লিখিত ও মৌখিক অভিযোগ, বিভিন্ন তথ্যচিত্র, ভিডিও এবং পত্রিকার খবরের ভিত্তিতে এসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জুলাই-আগস্ট বিপ্লববিরোধী ও নিবর্তনমূলক কার্যকলাপের সংশ্লিষ্টতা পায় কমিটি। কমিটি প্রতিবেদন জমা দিলে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয় হয়। সর্বশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাদের বিষয়ে সাময়িক বরখাস্ত, সনদ বাতিল ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আমার বার্তা/জেএইচ

বাকৃবিতে নবনির্মিত ফিল্ড ল্যাব ও এনিমেল ব্রিডিং ল্যাবরেটরির উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগে নবনির্মিত ফিল্ড ল্যাব এবং বিভাগীয়

জাপানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর লক্ষ্যে জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্ট

ঢাবি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ সার্টিফিকেট কোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ সার্টিফিকেট কোর্স

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ইউজিসির বিশেষ উদ্যোগ গ্রহণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে

যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে: হাসনাত

পল্টন মোড়ে দলে দলে যোগ দিয়েছেন জামায়াতসহ ৮ দলের নেতাকর্মীরা

বেতন কাঠামোর ১১তম গ্রেড আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

আ.লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে: প্রেস সচিব

জুলাই সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করলে দায় সরকারের

সরকারি মেডিকেলে কমলো ২৮০ আসন

বিইউপির ভর্তির আবেদন শুরু, দ্বিতীয়বারও থাকছে সুযোগ

মিডিয়াগুলো আ.লীগের আগুন সন্ত্রাস লিখতে লজ্জা পাচ্ছে: তৈয়্যব

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে

ফ্যাসিস্টদের বিচারে ইবিতে বিএনপি ও জামায়াতের ঐক্য

বাবা-মার মুখে হাসি দেখতে পাওয়াই আমার আসল প্রাপ্তি: হামজা চৌধুরী

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শূন্যহাতে’ ফেরার হাহাকার’

আজ থেকে মেডিকেল ভর্তির আবেদন শুরু

ইঞ্জিনে আগুন: ময়মনসিংহ-নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন: সাদিক

গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালকের সঙ্গে প্রবাসীকল্যাণ সচিবের বৈঠক

বরগুনায় বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

ঝিনাইদহে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল